দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে যশোরে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা মানববন্ধন করেছেন। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বুধবার সকাল ১০টায় যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল চত্বরে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে যশোরের সরকারি-বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে কর্মরত মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা অংশ নেন।
মানববন্ধনটি এমটিএফ সভাপতি হাসানুজ্জামান ও ঐক্য পরিষদের সেক্রেটারি ফার্মাসিস্ট জহুরুল ইসলামের নেতৃত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের এক্স-রে ও সিটি স্ক্যান ইনচার্জ মেডিকেল টেকনোলজিস্ট মৃত্যুঞ্জয় রায়, মোহাম্মদ নুরুজ্জামান, ফার্মাসিস্ট ইনচার্জ জহুরুল ইসলাম, ফার্মাসিস্ট রাজু আহম্মেদ, প্যাথলজি ল্যাব ইনচার্জ পারভেজ হোসেন, ব্লাড ব্যাংক ইনচার্জ চঞ্চল, যশোর জেলা স্কুল হেলথ ক্লিনিকের ফার্মাসিস্ট রতন কুমার সরকার, ফিজিওথেরাপিস্ট মেহেদী হাসান প্রমুখ।
বক্তারা বলেন, স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা থাকা সত্ত্বেও মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ন্যায্য দাবি—দশম গ্রেড এখনও বাস্তবায়িত হয়নি। দীর্ঘদিন ধরে দাবি জানানো হলেও কোনো অগ্রগতি না থাকায় পেশাজীবীরা হতাশ ও ক্ষুব্ধ। বর্তমানে ১০ম গ্রেড বাস্তবায়নের ফাইল জনপ্রশাসন মন্ত্রণালয়ে রয়েছে। বক্তারা হুঁশিয়ারি দেন, দ্রুততম সময়ের মধ্যে দাবি বাস্তবায়িত না হলে তারা লাগাতার কর্মবিরতি পালন করবেন।