1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ১১:১১ পূর্বাহ্ন

যশোরে স্বামী-স্ত্রী রিকশা ছিনতাইয়ের চেষ্টা করতে গিয়ে ধরা

দিদারুল, স্টাফ রিপোর্টার, যশোর
  • Update Time : শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫

যশোরের কুয়াদা বাজারে বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে এক স্বামী-স্ত্রী রিকশা ছিনতাইয়ের চেষ্টা করতে গিয়ে জনতার হাতে ধরা পড়েছেন। আটককৃত দম্পতিরা হলেন যশোর শহরের বারান্দীপাড়া আমতলার মৃত জাফর আলীর ছেলে পারভেজ এবং বাউলিয়া হামিদপুর গ্রামের মৃত জহুরুল ইসলামের মেয়ে মিষ্টি ইসলাম।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে কুয়াদা বাজারের পাশের একটি ধানক্ষেতে চিৎকারের শব্দ শুনে কয়েকজন স্থানীয় বাসিন্দা সেখানে ছুটে যান। গিয়ে দেখেন রিকশাচালক মিজানুর বিভ্রান্ত অবস্থায় কথা বলছেন এবং এক দম্পতি তাকে মারধর করে রিকশা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছেন। স্থানীয়রা একত্র হয়ে স্বামী, স্ত্রী ও রিকশাচালককে ধরে বাজারে নিয়ে আসেন। পরে ধীরে ধীরে ঘটনার আসল কাহিনি প্রকাশ পায়।

রিকশাচালক মিজানুর জানান, শহর থেকে পারভেজ ও তার স্ত্রী তিন ঘণ্টার জন্য ৩০০ টাকায় রিকশা ভাড়া নেন। একপর্যায়ে তারা খাবারের মধ্যে চেতনানাশক মিশিয়ে তাকে খাওয়ান। অচেতন হয়ে পড়ার পর জ্ঞান ফেরার সঙ্গে সঙ্গে তাকে মারধর করে চাকু ঠেকিয়ে রিকশা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। তখন তিনি চিৎকার শুরু করেন।

খবর পেয়ে স্থানীয় জনতা ঘটনাস্থলে জড়ো হন এবং পারভেজকে উত্তম মাধ্যম ব্যবহার করে কোতোয়ালি থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।

কোতোয়ালি থানার এএসআই কামাল হোসেন জানান, খবর পেয়ে তার নেতৃত্বে একটি টিম ঘটনাস্থলে যায়। তিনজনকেই উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।

Share This Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!