ভারতসহ কয়েকটি দেশে করোনার নতুন ধরন ছড়িয়ে পড়ায় দেশে নতুন করে করোনা সংক্রমণের শঙ্কা তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি মাস্ক ব্যবহারে জোর দিতে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।
মাউশির মহাপরিচালক প্রফেসর ড. মুহাম্মদ আজাদ খান সোমবার (৯ জুন) রাতে ফেসবুকে দেওয়া এক পোস্টে জানান, করোনার নতুন উপধরনের সংক্রমণ রোধে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে প্রস্তুতি নিতে হবে।
স্বাস্থ্যবিধি হিসেবে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে যা মানতে বলা হয়েছে:
১. কমপক্ষে ২০ সেকেন্ড সাবান ও পানি দিয়ে নিয়মিত হাত ধোয়া।
২. জনসমাগম এড়িয়ে চলা ও বাইরে বের হলে মাস্ক পরা।
৩. আক্রান্ত ব্যক্তি আশপাশে থাকলে অন্তত তিন ফুট দূরত্ব বজায় রাখা।
৪. অপরিষ্কার হাত দিয়ে চোখ, মুখ ও নাক স্পর্শ না করা।
৫. হাঁচি-কাশির সময় টিস্যু অথবা কনুই দিয়ে মুখ ও নাক ঢেকে রাখা।
স্বাস্থ্য অধিদপ্তর আরও নির্দেশ দিয়েছে, দেশের আন্তর্জাতিক প্রবেশপথে থার্মাল স্ক্যানার ও ডিজিটাল থার্মোমিটার দিয়ে যাত্রীদের তাপমাত্রা পরীক্ষা করতে হবে। স্বাস্থ্যকর্মীদের জন্য পর্যাপ্ত মাস্ক, গ্লাভস ও পিপিই সরবরাহ রাখতে হবে। করোনার উপসর্গ দেখা দিলে ঘরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে এবং প্রয়োজন হলে নিকটস্থ হাসপাতালে যেতে বলা হয়েছে।
করোনায় আক্রান্ত বা উপসর্গযুক্তদের জন্য আইইডিসিআরের হটলাইন (০১৪০১-১৯৬২৯৩) নম্বরে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে।
উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথমবারের মতো ৩ জনের দেহে করোনা শনাক্ত হয় এবং ১৮ মার্চ প্রথম করোনায় মৃত্যুর ঘটনা ঘটে।
চেয়ারম্যানঃ এম এস চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালকঃ মোঃ এম রহমান, ঠিকানাঃ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত