1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০২:১৫ অপরাহ্ন

যুক্তরাষ্ট্রে হুনদাই কারখানায় অভিযান: ৪৭৫ কর্মী আটক, অধিকাংশ কোরীয় নাগরিক

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশিত: শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫

যুক্তরাষ্ট্রের জর্জিয়ায় দক্ষিণ কোরিয়াভিত্তিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান হুনদাইয়ের একটি কারখানা থেকে শুক্রবার (৫ সেপ্টেম্বর) প্রায় ৪৭৫ জন কর্মীকে আটক করেছে কর্তৃপক্ষ। আটক ব্যক্তিদের মধ্যে প্রায় ৩০০ জন কোরীয় নাগরিক। হোমল্যান্ড সিকিউরিটি ও আইসিই যৌথভাবে এ অভিযান চালায়।

আইসিই জানায়, অবৈধভাবে অবস্থান ও বেআইনি কাজে জড়িত থাকার অভিযোগে তাদের আটক করা হয়েছে। আপাতত সবাইকে জর্জিয়ার ফকস্টনের একটি আইসিই কেন্দ্রে রাখা হয়েছে। হোমল্যান্ড সিকিউরিটির দাবি, কয়েক মাস তদন্তের পর প্রমাণ সংগ্রহ করে সার্চ ওয়ারেন্ট নিয়ে অভিযান চালানো হয়। এটি একক স্থানে পরিচালিত সংস্থাটির ইতিহাসের সবচেয়ে বড় অভিযান।

ঘটনায় উদ্বেগ জানিয়েছে দক্ষিণ কোরিয়া। তারা মার্কিন দূতাবাসের সঙ্গে যোগাযোগ করে নাগরিকদের অধিকার সুরক্ষার আহ্বান জানিয়েছে এবং শিগগিরই কূটনীতিক পাঠানোর ঘোষণা দিয়েছে।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, আটকরা অবৈধ অভিবাসী, আইসিই শুধু তাদের দায়িত্ব পালন করেছে। তবে তিনি স্বীকার করেন, এতে উৎপাদনশিল্প বৃদ্ধি ও অভিবাসন নিয়ন্ত্রণের মধ্যে দ্বন্দ্ব দেখা দিতে পারে।

অন্যদিকে হুনদাই জানিয়েছে, আটক ব্যক্তিদের কেউ সরাসরি তাদের কর্মী নন, তবে তারা ঘটনাটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!