1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
শনিবার, ২৩ অগাস্ট ২০২৫, ১০:০৩ অপরাহ্ন

“নারী বিশ্বকাপের জন্য বাংলাদেশ দলের ঘোষণা, দলে তিন নতুন মুখ”

স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিত: শনিবার, ২৩ আগস্ট, ২০২৫

আগামী ৩০ সেপ্টেম্বর থেকে ২ নভেম্বর পর্যন্ত ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে আইসিসি নারী ক্রিকেট বিশ্বকাপ ২০২৫। ইতোমধ্যে কয়েকটি দল তাদের স্কোয়াড ঘোষণা করেছে। সেই তালিকায় যোগ দিল বাংলাদেশও। শনিবার (২৩ আগস্ট) ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

ঘোষিত দলে জায়গা পেয়েছেন তিন নতুন মুখ—উইকেটকিপার-ব্যাটার রুবিয়া হায়দার ঝিলিক, অফস্পিনার নিশিতা আক্তার নিশি এবং টপঅর্ডার ব্যাটার সুমাইয়া আক্তার। বাদ পড়েছেন দিলারা আক্তার দোলা, জান্নাতুল ফেরদৌস সুমনা ও ইশমা তানজিম।

১৭ বছর বয়সী নিশিতা সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে বিশ্বকাপ দলে জায়গা পেলেন। ২০২৩ সালে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে তার অভিষেক হয়। রুবিয়া এখনো ওয়ানডে না খেললেও টি-টোয়েন্টিতে জাতীয় দলের হয়ে খেলেছেন। ধারাবাহিক পারফরম্যান্সে জায়গা পেয়েছেন তিনি। সাবেক বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ অধিনায়ক সুমাইয়া একমাত্র ওয়ানডে খেলেছিলেন গত বছর অস্ট্রেলিয়ার বিপক্ষে। ঘরোয়া ও ইমার্জিং দলে ভালো পারফরম্যান্স করায় তাকে দলে নেওয়া হয়েছে।

নারী উইংয়ের প্রধান নির্বাচক সাজ্জাদ আহমেদ মনসুর বলেন, রুবিয়া কঠোর পরিশ্রম করে জায়গা পেয়েছেন। তাকে রিজার্ভ কিপার ও ব্যাকআপ ওপেনার হিসেবে দেখা হচ্ছে। নিশিতা বয়সে তরুণ হলেও তার পরিপক্বতা চমৎকার, বাঁহাতিদের বিপক্ষে নিয়ন্ত্রণ ক্ষমতা দারুণ। সুমাইয়া কিছুদিন ধরেই সুযোগের অপেক্ষায় ছিলেন। তার টেকনিক, ধৈর্য ও ফিল্ডিং টপ অর্ডারে বাড়তি শক্তি যোগাবে।

বাংলাদেশ নারী দল
নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), ফারজানা হক, রুবিয়া হায়দার ঝিলিক, শারমিন আক্তার সুপ্তা, সোবহানা মোস্তারী, রিতু মনি, স্বর্ণা আক্তার, ফাহিমা খাতুন, রাবেয়া খান, মারুফা আক্তার, ফারিহা ইসলাম তৃষ্ণা, সানজিদা আক্তার মেঘলা, নিশিতা আক্তার নিশি ও সুমাইয়া আক্তার।

গ্রুপ পর্বে বাংলাদেশের ম্যাচ সূচি

  • ২ অক্টোবর: বাংলাদেশ বনাম পাকিস্তান (কলম্বো)

  • ৭ অক্টোবর: বাংলাদেশ বনাম ইংল্যান্ড (গৌহাটি)

  • ১০ অক্টোবর: বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড (গৌহাটি)

  • ১৩ অক্টোবর: বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা (বিশাখাপত্তনম)

  • ১৬ অক্টোবর: বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া (বিশাখাপত্তনম)

  • ২০ অক্টোবর: বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা (নাভি মুম্বাই)

  • ২৬ অক্টোবর: বাংলাদেশ বনাম ভারত (নাভি মুম্বাই)

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!