নিরাপত্তাশঙ্কার কারণে ভারতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে পাঠানো চিঠির জবাব পেয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবি জানিয়েছে, আইসিসি তাদের জবাবে বাংলাদেশ দলের পূর্ণাঙ্গ ও নিরবচ্ছিন্ন অংশগ্রহণ নিশ্চিত করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।
বিসিবির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বোর্ডের উত্থাপিত নিরাপত্তা-সংক্রান্ত উদ্বেগগুলো সমাধানে আইসিসি নিবিড়ভাবে কাজ করতে আগ্রহী। একই সঙ্গে টুর্নামেন্টের বিস্তারিত নিরাপত্তা পরিকল্পনা প্রণয়নে বিসিবির মতামতকে স্বাগত জানানো হবে এবং সেসব মতামত যথাযথ গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে বলে আইসিসির পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছে।
এর আগে ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো এক প্রতিবেদনে দাবি করে, টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে বাংলাদেশকে ভারতেই যেতে হবে—এমন বার্তা আইসিসি দিয়েছে। তবে এই দাবি স্পষ্টভাবে অস্বীকার করেছে বিসিবি।
সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, কিছু গণমাধ্যমে বোর্ডকে এ বিষয়ে ‘আলটিমেটাম’ দেওয়া হয়েছে বলে যে খবর প্রকাশিত হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন, বানোয়াট ও অসত্য। আইসিসি থেকে প্রাপ্ত বার্তার বিষয়বস্তু বা ধরন এসব প্রতিবেদনের সঙ্গে কোনোভাবেই সামঞ্জস্যপূর্ণ নয় বলেও উল্লেখ করা হয়।
ভবিষ্যৎ করণীয় প্রসঙ্গে বিসিবি জানায়, জাতীয় দলের নিরাপত্তা ও খেলোয়াড়দের সুরক্ষা সর্বোচ্চ অগ্রাধিকার হিসেবে তারা অটল রয়েছে। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ যেন নিরাপদ, সফল ও স্বাচ্ছন্দ্যপূর্ণ হয়, সে লক্ষ্যে বিসিবি আইসিসি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে পেশাদার ও সহযোগিতামূলকভাবে গঠনমূলক আলোচনা অব্যাহত রাখবে।
বিসিবির মতে, এই ধারাবাহিক আলোচনার মাধ্যমে একটি বাস্তবসম্মত ও সন্তোষজনক সমাধানে পৌঁছানো সম্ভব।