1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন

শহীদ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে ঢাকাসহ ৮ বিভাগে ইনকিলাব মঞ্চের অবরোধ কর্মসূচি

ডেস্ক নিউজ
  • Update Time : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদির হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবিতে দেশের সব বিভাগীয় নগরীতে ‘সর্বাত্মক’ অবরোধ কর্মসূচির ডাক দিয়েছে সংগঠনটি।

শনিবার রাতে ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজে দেওয়া এক ঘোষণায় জানানো হয়, রোববার বেলা ১১টা থেকে এই কর্মসূচি পালিত হবে। তবে ঘোষণার ঘণ্টাখানেকের মধ্যেই কর্মসূচিতে আংশিক পরিবর্তন আনা হয়। নতুন ফেসবুক পোস্টে জানানো হয়, শনিবার রাতের বাকি সময়ের জন্য অবরোধ কর্মসূচি স্থগিত থাকবে এবং শাহবাগে রাতে কেউ অবস্থান করতে পারবে না।

নতুন ঘোষণায় আরও বলা হয়, “আগামীকাল (রোববার) ডিএমপি কমিশনারের সংবাদ সম্মেলন পর্যালোচনার পর দুপুর ২টা থেকে ঢাকাসহ ৮ বিভাগে অবরোধ কর্মসূচি পালন করা হবে।”

উল্লেখ্য, রাজধানীতে গত ১২ ডিসেম্বর গুলিতে নিহত হন ওসমান হাদি। তার হত্যাকারীসহ সংশ্লিষ্টদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা টানা দুই দিন ধরে শাহবাগ মোড় অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করে আসছেন। একই দাবিতে শনিবার দুপুরের পর থেকে চট্টগ্রাম নগরীর নিউ মার্কেট এলাকাতেও অবরোধ কর্মসূচি পালিত হয়।

শনিবার রাতে শাহবাগে অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেওয়া হলেও পরে তা স্থগিত করা হয়। এর আগে রাতে আন্দোলনস্থলে এসে বক্তব্য দেন অন্তর্বর্তী সরকারের বন ও পরিবেশ এবং তথ্য উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার থাকাকালীনই শহীদ হাদি হত্যার বিচার সম্পন্ন করা হবে।

দিনভর শাহবাগে আন্দোলনকারীদের বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল—

  • “বিচার বিচার চাই, হাদি হত্যার বিচার চাই”

  • “আপস না বিপ্লব, বিপ্লব বিপ্লব”

  • “আমরা সবাই হাদি হব, যুগে যুগে লড়ে যাব”

  • “শাহবাগ না ইনসাফ, ইনসাফ ইনসাফ”

  • “এই দেশ আমার দেশ, বাংলাদেশ বাংলাদেশ”

  • “যেই হাদি জনতার, সেই হাদি মরে না”

  • “বাংলাদেশের আজাদী, ওসমান হাদি”

  • “সুশীলতার দিন শেষ, বিচার চাই বাংলাদেশ”

Share This Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!