1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫, ০৮:১৬ অপরাহ্ন

চাঁদপুরে ‘সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ-২০২৫’ প্রতিযোগিতা শনিবার শুরু

কালাম, চাঁদপুর রিপোর্টার
  • প্রকাশিত: শুক্রবার, ৪ জুলাই, ২০২৫

চাঁদপুরে শুরু হচ্ছে ‘সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ-২০২৫’ প্রতিযোগিতা। তৃণমূল পর্যায় থেকে সাঁতারু খুঁজে বের করার লক্ষ্য নিয়ে বাংলাদেশ সুইমিং ফেডারেশনের উদ্যোগে এবং বাংলাদেশ নৌবাহিনীর সহযোগিতায় এ আয়োজন হচ্ছে।

শনিবার (৫ জুলাই) সকাল ১০টায় চাঁদপুর শহরের শহীদ মুক্তিযোদ্ধা সড়কের অঙ্গীকার পাদদেশে লেকে এ প্রতিযোগিতার আঞ্চলিক পর্যায়ের আনুষ্ঠানিক উদ্বোধন হবে। দিনব্যাপী এই প্রতিযোগিতায় চট্টগ্রাম বিভাগের ছয়টি জেলা—কুমিল্লা, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, ব্রাহ্মণবাড়িয়া ও চাঁদপুরের প্রতিযোগীরা অংশ নেবেন।

৯-১১ বছর এবং ১২-১৫ বছর বয়সী শিশুদের দুইটি গ্রুপে ভাগ করে বাছাই করা হবে প্রতিভাবান সাঁতারু। বিজয়ীরা ‘ইয়েসকার্ড’ পেয়ে জাতীয় পর্যায়ে অংশগ্রহণের সুযোগ পাবে এবং মেধাবী হিসেবে বিবেচিত হবে।

বাংলাদেশ সুইমিং ফেডারেশন জানায়, “সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ-২০২৫” কর্মসূচির আওতায় দেশের ১৫টি ভেন্যুতে আঞ্চলিক পর্যায়ে প্রতিযোগিতা হচ্ছে। প্রাথমিকভাবে দেশজুড়ে ৬৪টি জেলা থেকে প্রায় ৬০০ প্রতিভাবান সাঁতারু বাছাই করে আন্তর্জাতিক মানের ক্রীড়াবিদ হিসেবে গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে।

চাঁদপুরের কৃতি সন্তান ও বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান শাহীন বলেন, নানা প্রতিকূলতায় নির্ধারিত সময়ে সুইমিং পুলে আয়োজন সম্ভব হয়নি। তাই অঙ্গীকার পাদদেশের লেকে প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। তিনি বলেন, চাঁদপুরের সাঁতারের ইতিহাস ও ঐতিহ্যকে অক্ষুণ্ণ রাখতে এবং প্রতিভা বিকাশে এই আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি আরও জানান, জেলা প্রশাসনসহ বিভিন্ন পর্যায়ের সহযোগিতা নিয়ে এই আয়োজন সফল করতে সর্বাত্মক চেষ্টা চলছে।

এ আয়োজন নিয়ে চাঁদপুরে শিশু সাঁতারু ও অভিভাবকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। শিশুরা সেরা হওয়ার প্রত্যাশায় এবং নিজেদের দক্ষতা দেখানোর প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট