সোলডার বা কাঁধের চিকিৎসা নিতে আর ঢাকায় যেতে হবে না যশোর ও আশপাশের জেলার রোগীদের। যশোর পঙ্গু হাসপাতালে এই বিশেষায়িত চিকিৎসা সেবার সুযোগ সৃষ্টি হয়েছে। শুক্রবার বিকেলে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে হাসপাতালটিতে সোলডার ক্লিনিকের উদ্বোধন করা হয়।
যশোর পঙ্গু হাসপাতালের ব্যবস্থাপনায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে ফিতা কেটে সোলডার ক্লিনিকের আনুষ্ঠানিক উদ্বোধন করেন দেশবরেণ্য চিকিৎসকগণ। এ ক্লিনিকে অভিজ্ঞ ও খ্যাতনামা চিকিৎসকদের মাধ্যমে সোলডার সংক্রান্ত বিভিন্ন রোগের আধুনিক চিকিৎসা সেবা প্রদান করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রফেসর ডা. খন্দকার এ এ রিজভী, প্রফেসর ডা. আব্দুর রশিদ, ডা. কলিন ম্যাক ফারলিন, প্রফেসর ডা. জাহিদুর রহমান, যশোরের সিভিল সার্জন ডা. মাসুদ রানা, প্রফেসর ডা. এ এইচ এম আব্দুর রউফ, গাইনি প্রফেসর ডা. রবিউল ইসলাম, ডা. জাহাঙ্গীর হোসেন, ডা. এ এম ফরিদ উদ্দিন আহমেদ, ডা. মোহাম্মদ আব্দুল হাই, ডা. রফিকুল ইসলাম খান শিমুল, ডা. মাহামুদুল হাসান, ডা. রাকিবুল হাসান, ডা. পার্থ প্রতিম চক্রবর্তী এবং যশোর কুইন্স হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক এ এস এম মাঈনুল হক রিয়নসহ অনেকে।
অনুষ্ঠানে যশোর পঙ্গু হাসপাতালে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীদের সম্মাননা পুরস্কার প্রদান করা হয়। পরে দেশীয় নানা ধরনের পিঠার সমারোহে আয়োজন করা হয় পিঠা উৎসব, যা উপস্থিত অতিথি ও অংশগ্রহণকারীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।