সোশ্যাল মিডিয়ায় পাকিস্তানের পক্ষে পোস্ট দেওয়ার অভিযোগে ভারতের বিভিন্ন রাজ্য থেকে শতাধিক মানুষকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। বৃহস্পতিবার (২২ মে) এক প্রতিবেদনে বিবিসি বাংলা এই তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, গ্রেপ্তারের ঘটনা ঘটেছে ভারতের বহু রাজ্যে, তবে সবচেয়ে বেশি গ্রেপ্তার হয়েছে আসাম ও উত্তর প্রদেশে।
আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন, রাজ্যটিতে এখন পর্যন্ত ৭৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। উত্তর প্রদেশে গ্রেপ্তার হয়েছেন অন্তত ৩০ জন।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের অনেকেই শুধুমাত্র “পাকিস্তান জিন্দাবাদ” লিখে পোস্ট করেছিলেন।
এদিকে জম্মু-কাশ্মীরেও এমন ঘটনায় গ্রেপ্তার হয়েছে এক সাংবাদিক। শ্রীনগরে হিলাল মীর নামে ওই সাংবাদিককে ভারতের বিরুদ্ধে অসন্তোষ ও বিচ্ছিন্নতাবাদী চিন্তাভাবনা ছড়ানোর অভিযোগে আটক করেছে পুলিশ। জম্মু ও কাশ্মীর পুলিশের সন্ত্রাস দমন শাখা জানিয়েছে, হিলাল মীর তার পোস্টে লিখেছিলেন, “কাশ্মীরিরা রাষ্ট্রযন্ত্রের দ্বারা প্রতারিত হয়েছে”—যা যুবসমাজের মধ্যে বিচ্ছিন্নতাবাদী চিন্তা ছড়াতে পারে।
পশ্চিমবঙ্গেও পাকিস্তানপন্থি পোস্ট দেওয়ার অভিযোগে ছয় থেকে আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। হুগলী, মুর্শিদাবাদ, হাওড়া, বারাসাত, বাঁকুড়া ও উত্তর দিনাজপুর থেকে এসব গ্রেপ্তার হয়েছে বলে জানিয়েছে রাজ্য পুলিশ।
এছাড়া মধ্যপ্রদেশেও অন্তত সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে পেহেলগামের সাম্প্রতিক সন্ত্রাসী হামলার পর। দামোহ জেলার দুজনকে গ্রেপ্তার করা হয়েছে সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানোর অভিযোগে।
উল্লেখ্য, গত মাসের শেষ দিকে জম্মু-কাশ্মীরের পেহেলগামে এক সন্ত্রাসী হামলার পর ভারত-পাকিস্তান সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছে। যদিও এই মুহূর্তে দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি চলছে, তবে পারস্পরিক উত্তেজনা এখনো কাটেনি। শুধু গত এক সপ্তাহেই পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ভারতে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে।
চেয়ারম্যানঃ এম এস চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালকঃ মোঃ এম রহমান, ঠিকানাঃ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত