কাশ্মিরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর উত্তেজনার জেরে পাকিস্তানের জন্য আকাশসীমা বন্ধ করে দিয়েছে ভারত। ৩০ এপ্রিল নয়াদিল্লি থেকে জারি করা এক নির্দেশনায় জানানো হয়, পাকিস্তানে নিবন্ধিত বা সেখান থেকে পরিচালিত কোনো বাণিজ্যিক বা সামরিক উড়োজাহাজ ২৩ মে পর্যন্ত ভারতের আকাশসীমায় প্রবেশ করতে পারবে না।
এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে বুধবার থেকেই। এর ছয় দিন আগে ভারতীয় এয়ারলাইন্সগুলোর জন্য আকাশসীমা বন্ধ করেছিল পাকিস্তান।
২২ এপ্রিল পেহেলগামে বন্দুকধারীর হামলায় ২৬ জন নিহত হন। ভারত এ ঘটনায় পাকিস্তানের পরোক্ষ সম্পৃক্ততার অভিযোগ তুলেছে। পাকিস্তানের তথ্যমন্ত্রী এক্স প্ল্যাটফর্মে দাবি করেছেন, ভারতের পক্ষ থেকে ২৪ থেকে ৩৬ ঘণ্টার মধ্যে হামলার আশঙ্কা রয়েছে।
চেয়ারম্যানঃ এম এস চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালকঃ মোঃ এম রহমান, ঠিকানাঃ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত