1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫, ০১:২১ অপরাহ্ন

চণ্ডীগড়ে সম্ভাব্য হামলার সতর্কতা, সাইরেন বাজিয়ে ঘরে থাকার নির্দেশ

প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ৯ মে, ২০২৫

ভারতের চণ্ডীগড়ে সম্ভাব্য হামলার সতর্কতায় সাইরেন বাজানো হচ্ছে। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে সবাইকে ঘরের ভেতর অবস্থান করার নির্দেশ দেওয়া হয়েছে। এই সতর্কতার বিষয়ে এক প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

এর আগে, বৃহস্পতিবার (৮ মে) রাতে পাকিস্তানের পাল্টা হামলার পর শ্রীনগরসহ ভারতের বিভিন্ন স্থানে ব্ল্যাকআউট ঘোষণা করা হয়। চণ্ডীগড়ও সেই ব্ল্যাকআউটের আওতায় ছিল।

প্রতিবেদনে বলা হয়, পাকিস্তান বৃহস্পতিবার রাতে ভারতের বেশ কিছু স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এর পাশাপাশি, লাইন অব কন্ট্রোলে (LoC) পাকিস্তানি সেনারা গুলি চালিয়েছে।

শুক্রবার (৯ মে) সকালের দিকে কুপওয়ারা এবং উরিসহ নিয়ন্ত্রণরেখাজুড়ে আবারও গুলিবর্ষণ শুরু করেছে পাকিস্তানি সেনারা। তবে ভারতও এর যথাযথ জবাব দিয়েছে বলে জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট