কাশ্মীরের পহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে তৈরি হওয়া উত্তেজনাকর পরিস্থিতিতে চিরবৈরী এই দুই দেশকে ‘সর্বোচ্চ ধৈর্য’ ধরার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস।
জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক স্থানীয় সময় বৃহস্পতিবার (২৪ এপ্রিল) মধ্যরাতে এ বার্তা গণমাধ্যমকে জানান। তিনি বলেন, দুই দেশের মধ্যে চলমান পরিস্থিতি নিয়ে গুতেরেস ‘খুবই উদ্বিগ্ন’ এবং বিষয়টি ‘নিবিড়ভাবে পর্যবেক্ষণ’ করছেন।
গুতেরেস বলেন, “দ্রুত পাল্টাপাল্টি পদক্ষেপের কারণে দুই দেশের মধ্যে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে। আমরা চাই না এই পরিস্থিতি আরও অবনতির দিকে যাক।”
তিনি আরও বলেন, “ভারত ও পাকিস্তানের মধ্যে যেকোনো সমস্যার শান্তিপূর্ণ সমাধান সম্ভব অর্থবহ আলোচনা ও পারস্পরিক সম্পৃক্ততার মাধ্যমেই। এটাই হওয়া উচিত।”
সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।