1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
শনিবার, ২৪ মে ২০২৫, ১২:১৭ পূর্বাহ্ন

ভারতীয় ভ্রমণ সংস্থার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞা

প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ২০ মে, ২০২৫

মার্কিন যুক্তরাষ্ট্র ভারতীয় ভ্রমণ সংস্থার বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা জারি করেছে। দেশটির অভিযোগ, এসব সংস্থা সচেতনভাবে অবৈধ অভিবাসনে সহায়তা করছে। সোমবার (১৯ মে) এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায়, বেশ কয়েকটি ভারতীয় ভ্রমণ সংস্থার মালিক, প্রধান নির্বাহী ও জ্যেষ্ঠ কর্মকর্তাদের ওপর এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। খবর দিয়েছে দ্য ইকোনোমিক টাইমস।

বিবৃতিতে বলা হয়, ভারতে অবস্থিত মার্কিন দূতাবাস ও কনস্যুলেটগুলোর কনস্যুলার অ্যাফেয়ার্স ও ডিপ্লোম্যাটিক সিকিউরিটি সার্ভিস নিয়মিত অবৈধ অভিবাসন ও মানবপাচার রোধে কাজ করে যাচ্ছে। এসব অপরাধের সঙ্গে জড়িতদের শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

যুক্তরাষ্ট্র আরও জানিয়েছে, ভবিষ্যতেও এ ধরনের মানবপাচার চক্র ভাঙতে ভিসা নিষেধাজ্ঞা অব্যাহত থাকবে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের ভাষ্য, যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতির লক্ষ্য কেবল বিদেশিদের অবৈধ প্রবেশের ঝুঁকি সম্পর্কে সচেতন করা নয়, বরং যারা এই প্রক্রিয়ায় সহায়তা করে তাদেরও জবাবদিহির আওতায় আনা।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের বিবৃতিতে আরও বলা হয়, আইনের শাসন প্রতিষ্ঠা এবং মার্কিন নাগরিকদের সুরক্ষার জন্য অভিবাসন আইন ও নীতির কার্যকর বাস্তবায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট