রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে রিখটার স্কেলে ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটের দিকে অনুভূত এই ভূমিকম্পে ইতোমধ্যে ঢাকার পুরান বংশালে ৫ তলা ভবনের রেলিং ধসে ৩ জন এবং নারায়ণগঞ্জে দেয়াল ধসে আরও একজন নিহত হয়েছেন।
ফায়ার সার্ভিস ভূমিকম্প-পরবর্তী তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির প্রাথমিক তথ্য জানিয়েছে। প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজেও ফায়ার সার্ভিসের দেওয়া এসব তথ্য শেয়ার করা হয়েছে।
ফায়ার সার্ভিসের ক্ষুদেবার্তায় জানানো হয়—ভূমিকম্পের পর পুরান ঢাকার আরমানিটোলার কসাইটুলিতে একটি ৮ তলা ভবন ধসে পড়ার খবর পাওয়া গেলেও ঘটনাস্থলে গিয়ে দেখা যায় ভবনটি অক্ষত রয়েছে। কেবল পলেস্তারার কিছু অংশ খসে পড়েছিল।
তবে বংশালে ৫ তলা ভবনের রেলিং ধসে ৩ জন নিহত হন এবং আরও ১০ জন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।
খিলগাঁও: নির্মাণাধীন ভবন থেকে ইট পড়ে একজন আহত হন। স্থানীয়রা তাকে হাসপাতালে নেন।
বারিধারা ব্লক–এফ: একটি বাসায় অগ্নিকাণ্ড হয়। বারিধারা ফায়ার স্টেশনের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আগুন ভূমিকম্পজনিত কিনা নিশ্চিত নয়।
সূত্রাপুর স্বামীবাগ: ৮ তলা একটি ভবন পাশের ভবনে হেলে পড়েছে বলে খবর পাওয়া যায়। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে কাজ করছে।
কলাবাগান আবেদখালী রোড: ৭ তলা একটি ভবন হেলে পড়েছে বলে খবর পাওয়া গেছে। মোহাম্মদপুর স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে রয়েছে।
প্রধান উপদেষ্টার কার্যালয়: ক্ষতিগ্রস্ত হওয়ার খবর মিললেও পরিদর্শনে কোনো ক্ষতি পাওয়া যায়নি।
নারায়ণগঞ্জ: দেয়াল ধসে একজন নিহত হয়েছেন।
মুন্সিগঞ্জের গজারিয়া: একটি বাসায় আগুন লাগে। গজারিয়া ফায়ার স্টেশনের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। অগ্নিকাণ্ড ভূমিকম্প–সম্পর্কিত কিনা জানা যায়নি।