
বহুল প্রতীক্ষিত ‘জাতীয় জুলাই সনদ’ আগামীকাল শুক্রবার (১৭ অক্টোবর) স্বাক্ষরিত হবে। এ উপলক্ষে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা এলাকায় সব ধরনের ড্রোন ওড়ানো নিষিদ্ধ করেছে সরকার।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামীকাল বিকেল ৪টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’ স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, উপদেষ্টা পরিষদের সদস্য ও উচ্চপর্যায়ের সরকারি কর্মকর্তারা।
এছাড়া, অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকেও আমন্ত্রণ জানানো হয়েছে বলে সূত্র জানিয়েছে।
প্রেস উইং জানায়, অনুষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করতে সংসদ ভবন এলাকায় কোনো প্রকার ড্রোন ওড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। সংশ্লিষ্ট সকলকে এই নির্দেশনা কঠোরভাবে মেনে চলার অনুরোধ জানানো হয়েছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি
Leave a Reply