
পাকিস্তান ও আফগানিস্তানের সেনাদের মধ্যে সীমান্তবর্তী এলাকায় তীব্র সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই দেশের সীমান্তে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছে।
শনিবার (১১ অক্টোবর) রাতে আফগানিস্তানের সীমান্ত রক্ষীরা ভারী অস্ত্র নিয়ে পাকিস্তানি সেনাদের ওপর হামলা চালায়। পাল্টা জবাবে পাকিস্তানও গোলাগুলি শুরু করলে সীমান্তজুড়ে শুরু হয় ঘণ্টাব্যাপী সংঘর্ষ।
দ্য হিন্দুর প্রতিবেদনে বলা হয়, এর আগে শুক্রবার রাতে আফগানিস্তানের রাজধানী কাবুলে বিমান হামলা চালায় পাকিস্তানের বিমানবাহিনী। টিটিপি (তেহরিক-ই-তালেবান পাকিস্তান) নামের সন্ত্রাসী সংগঠনের এক শীর্ষ নেতাকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়। ওই ঘটনার পর থেকেই দুই দেশের মধ্যে উত্তেজনা তীব্র আকার ধারণ করে।
আফগান সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, পাকিস্তানি বিমান হামলার জবাবে তাদের সীমান্তরক্ষী বাহিনী পূর্বাঞ্চলে পাকিস্তানি সেনাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছে। বিবৃতিতে বলা হয়, “পাকিস্তানি বাহিনীর আগ্রাসনের প্রতিশোধ নিতে তালেবান সীমান্তরক্ষীরা বিভিন্ন সীমান্ত এলাকায় তীব্র সংঘর্ষে লিপ্ত হয়েছে।”
এদিকে সামাজিকমাধ্যমে ভাইরাল হওয়া একাধিক ভিডিওতে দেখা গেছে, আফগান সেনাদের বহনকারী অসংখ্য গাড়ি পাকিস্তান সীমান্তের দিকে অগ্রসর হচ্ছে।
এর আগে আফগানিস্তানের অন্তর্বর্তী সরকার পাকিস্তানের বিরুদ্ধে তাদের সার্বভৌমত্ব লঙ্ঘনের অভিযোগ তোলে। ১০ অক্টোবর আফগান প্রতিরক্ষামন্ত্রী অভিযোগ করেন, পাকিস্তান কাবুলের আকাশসীমা লঙ্ঘন করেছে এবং পাকতিকার মার্ঘা অঞ্চলের একটি মার্কেটে বিমান হামলা চালিয়েছে।
দুই দেশের মধ্যে চলমান এই উত্তেজনা দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি আরও অস্থিতিশীল করে তুলেছে বলে ধারণা বিশ্লেষকদের।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি
Leave a Reply