
বাংলাদেশের তারকা ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্সের স্কোয়াড থেকে বাদ দেওয়ার ঘটনায় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)-এর সব খেলা ও সংশ্লিষ্ট অনুষ্ঠান সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ সরকার।
মঙ্গলবার (৫ জানুয়ারি) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে সহকারী সচিব ফিরোজ খান স্বাক্ষর করেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে যে আগামী ২৬ মার্চ ২০২৬ থেকে শুরু হতে যাওয়া আইপিএল আসরে মুস্তাফিজুর রহমানকে স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়েছে। তবে এ সিদ্ধান্তের পেছনে কোনো যৌক্তিক কারণ এখনো জানা যায়নি।
সরকারের মতে, এ ধরনের সিদ্ধান্ত বাংলাদেশের জনগণকে ব্যথিত, মর্মাহত ও ক্ষুব্ধ করেছে। ফলে জনস্বার্থে এবং যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আইপিএলের সব খেলা ও অনুষ্ঠান সম্প্রচার বন্ধ রাখার আদেশ জারি করা হয়েছে।
উল্লেখ্য, গত কয়েকদিন ধরেই মুস্তাফিজুর রহমানের আইপিএল খেলা নিয়ে আলোচনা ও বিতর্ক চলছিল। ভারতের কট্টর হিন্দুত্ববাদী কয়েকটি সংগঠন তাকে স্কোয়াড থেকে বাদ দেওয়ার দাবিতে বিক্ষোভ চালায়। এই দাবির প্রেক্ষিতেই শনিবার (৩ জানুয়ারি) ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব দেবজিৎ সাইকিয়া আনুষ্ঠানিকভাবে কলকাতা নাইট রাইডার্স কর্তৃপক্ষকে জানান যে এবারের আইপিএল স্কোয়াডে মুস্তাফিজুর রহমান থাকছেন না।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি
Leave a Reply