1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ১১:৩০ অপরাহ্ন

যুক্তরাষ্ট্রের হামলায় অপূরণীয় ক্ষতি হয়নি, দাবি ইরানের

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশিত: রবিবার, ২২ জুন, ২০২৫

ইরানের ফোর্ডো, ইসফাহান ও নাতানজ পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্র হামলা চালালেও বড় ধরনের ক্ষতি হয়নি বলে দাবি করেছে তেহরান। দেশটি জানিয়েছে, হামলার আগেই এসব কেন্দ্র থেকে পারমাণবিক উপকরণ সরিয়ে ফেলা হয়েছিল।

রোববার (২২ জুন) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের উপদেষ্টা মাহদি মোহাম্মদী জানান, ফোর্ডোতে হামলার পরিকল্পনা ইরান আগেই জানতে পেরেছিল। তাই সেখান থেকে উপকরণ সরিয়ে নেওয়া হয়েছিল এবং কোনো অপূরণীয় ক্ষতি হয়নি।

মাহদি মোহাম্মদী বলেন, “দুটি বিষয় নিশ্চিত—এক, বোমা মেরে জ্ঞান ধ্বংস করা যায় না; দুই, জুয়াড়িরা এবার হেরে যাবে।”

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের উপ-রাজনৈতিক পরিচালক হাসান আবেদিনিও বলেন, “আমরা আগেই তিনটি পারমাণবিক কেন্দ্র খালি করে ফেলেছিলাম। ট্রাম্পের দাবি যদি সত্যিও হয়, আমাদের বড় কোনো ক্ষতি হয়নি।”

এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতির উদ্দেশে দেওয়া ভাষণে জানিয়েছেন, শান্তি স্থাপন না হলে ইরানে আরও হামলা চালানো হবে। তিনি এই হামলাকে সফল দাবি করে বলেছেন, এটি আমেরিকার সক্ষমতার প্রতীক।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট