প্রিন্ট এর তারিখঃ জুলাই ২, ২০২৫, ১২:০৬ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ১৬, ২০২৫, ৯:০১ এ.এম
ইরান-ইসরায়েল উত্তেজনা: ইরানে বাংলাদেশিদের জন্য হটলাইন চালু করেছে তেহরান দূতাবাস
ইরান-ইসরায়েলের মধ্যে চলমান ভয়াবহ সংঘাতময় পরিস্থিতিতে ইরানে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের জন্য জরুরি হটলাইন চালু করেছে তেহরানে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।
রোববার (১৫ জুন) দূতাবাস থেকে প্রকাশিত এক বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমান সংকটকালীন পরিস্থিতিতে ইরানে বসবাসরত সব বাংলাদেশি নাগরিকদের জরুরি প্রয়োজনে নিম্নোক্ত মোবাইল নম্বরগুলোতে সরাসরি কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগের জন্য অনুরোধ জানানো হচ্ছে:
+৯৮৯৯০৮৫৭৭৩৬৮ এবং +৯৮৯১২২০৬৫৭৪৫।
দূতাবাস থেকে আরও জানানো হয়, প্রবাসীদের নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে এবং যে কোনো প্রয়োজনে দ্রুত সহযোগিতার আশ্বাসও দেওয়া হয়েছে।
চেয়ারম্যানঃ এম এস চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালকঃ মোঃ এম রহমান, ঠিকানাঃ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত