1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
বুধবার, ০২ জুলাই ২০২৫, ০৬:১৬ অপরাহ্ন

ইরানে বন্দর আব্বাসে ভয়াবহ বিস্ফোরণ: নিহত ২৫, আহত ৮০০

প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫

ইরানের দক্ষিণাঞ্চলের বন্দর আব্বাসে শহীদ রাজয়ি বন্দরে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২৫ জনে দাঁড়িয়েছে এবং আহত হয়েছেন ৮০০ জনেরও বেশি। বিস্ফোরণের পর এখনও আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন, সূত্র বিবিসি।

শনিবার (২৬ এপ্রিল) রাজধানী তেহরান থেকে প্রায় ১ হাজার কিলোমিটার দক্ষিণে অবস্থিত এই বন্দরে রাসায়নিক পদার্থের দুর্বল সংরক্ষণ ব্যবস্থার কারণেই বিস্ফোরণ ঘটে বলে জানান ইরানের সংকট ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র হোসেইন জাফারি। যদিও সরকার এখনো চূড়ান্ত কারণ নিশ্চিত করেনি।

শহীদ রাজয়ি বন্দর ইরানের সবচেয়ে বড় কনটেইনার বন্দর, যা হরমুজ প্রণালীর উত্তরে এবং বন্দর আব্বাস শহর থেকে ২৩ কিলোমিটার পশ্চিমে অবস্থিত। উল্লেখ্য, বিশ্বের এক-পঞ্চমাংশ তেল এই প্রণালি দিয়ে পরিবাহিত হয়।

ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান এ ঘটনার তাৎক্ষণিক তদন্তের নির্দেশ দিয়েছেন এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে ঘটনাস্থলে পাঠিয়েছেন। রোববার (২৭ এপ্রিল) বন্দর আব্বাসের সব বিদ্যালয় ও অফিস বন্ধ ঘোষণা করা হয়েছে।

রাষ্ট্রীয় টিভিতে প্রচারিত ফুটেজে বন্দরের ওপর বিশাল ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে এবং বিস্ফোরণের আওয়াজ ২৬ কিলোমিটার দূরের কিশ দ্বীপেও শোনা গেছে। বিস্ফোরণে আশপাশের ভবনগুলোর জানালাও ভেঙে পড়েছে।

উল্লেখ্য, ইরানে গত কয়েক বছরে একাধিক বড় বিস্ফোরণ ও দুর্ঘটনা ঘটেছে, যার বেশিরভাগই অবহেলার কারণে বলে অভিযোগ উঠেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট