1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
শনিবার, ২৩ অগাস্ট ২০২৫, ০৬:০৪ অপরাহ্ন

তিন দিনের সরকারি সফরে ঢাকায় পৌঁছেছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার

ডেস্ক নিউজ
  • প্রকাশিত: শনিবার, ২৩ আগস্ট, ২০২৫

তিন দিনের সরকারি সফরে ঢাকায় পৌঁছেছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। শনিবার (২৩ আগস্ট) দুপুরে তিনি বিশেষ ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাকে স্বাগত জানান বাংলাদেশের পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম।

সফরের মূল আলোচ্যসূচিতে রয়েছে দু’দেশের মধ্যে কূটনীতিক ও সরকারি পাসপোর্টধারীদের বিনা ভিসায় যাতায়াতের চুক্তি, দ্বিপক্ষীয় বাণিজ্য বিষয়ে ওয়ার্কিং গ্রুপ গঠন, দুই দেশের রাষ্ট্রীয় বার্তা সংস্থা, ফরেন সার্ভিস একাডেমি এবং কৌশলগত গবেষণা প্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতা নিয়ে সমঝোতা স্মারক সই।

এছাড়া সাংস্কৃতিক সহযোগিতার বিষয়ে পূর্বে সই হওয়া একটি চুক্তি নবায়ন করা হবে। ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তানি বাহিনীর গণহত্যা, স্বাধীনতা-পূর্ব অভিন্ন সম্পদে বাংলাদেশের অংশ হস্তান্তর, এবং আটক পাকিস্তানি নাগরিকদের ফেরত নেওয়া বিষয়গুলোও পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের আলোচনায় উঠবে।

সফরের অংশ হিসেবে ইসহাক দার সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং জামায়াতে ইসলামীর নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাত করবেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!