1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
শনিবার, ১৭ মে ২০২৫, ০৫:২৪ অপরাহ্ন

ইশরাক হোসেনকে মেয়র পদে বসানোর দাবিতে নগরভবনের সামনে ঢাকাবাসীর কর্মসূচি

প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ১৭ মে, ২০২৫

বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র পদে বসানোর দাবিতে আজ (শনিবার) গুলিস্তানের নগরভবনের সামনে বিক্ষোভ করছেন তার সমর্থকরা। ‘ঢাকাবাসী’ ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে ইশরাকপন্থীরা নানা স্লোগানে নগরভবন প্রাঙ্গণ প্রকম্পিত করছেন।

সকালের দিকে জড়ো হওয়া কর্মীরা শপথ গ্রহণে বিলম্বের প্রতিবাদে ‘শপথ নিয়ে টালবাহানা চলবে না’, ‘অবিলম্বে ইশরাক হোসেনের শপথ চাই, দিতে হবে’, ‘জনতার মেয়র ইশরাক ভাই, অন্য কোনো মেয়র নাই’ – এসব স্লোগান দিচ্ছেন।

এর আগে, গতকাল গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয় যে, ঢাকা দক্ষিণ সিটির ভোটারদের পক্ষ থেকে সাধারণ নাগরিকরা ‘লং মার্চ টু সচিবালয়’ কর্মসূচি পালন করবেন।

অংশগ্রহণকারীরা দাবি করেন, আদালতের রায় ও নির্বাচন কমিশনের গেজেট প্রকাশের পরও ইশরাক হোসেনকে মেয়র হিসেবে দায়িত্ব বুঝিয়ে দেওয়া হচ্ছে না, যা অনুচিত এবং গণতন্ত্রবিরোধী। তাই বাধ্য হয়েই তারা এই অবস্থান কর্মসূচি দিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট