ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে চতুর্থ দিনের মতো নগরভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন ইশরাকপন্থিরা। রবিবার (১৮ মে) সকাল থেকে ‘ঢাকাবাসী’ ব্যানারে নগরভবনের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে স্লোগান দিচ্ছেন তারা।
বিক্ষোভকারীরা ‘শপথ শপথ চাই, ইশরাক ভাইয়ের শপথ চাই’, ‘অবিলম্বে ইশরাক হোসেনের শপথ চাই, দিতে হবে’, ‘জনতার মেয়র ইশরাক ভাই, অন্য কোনো মেয়র নাই’ সহ বিভিন্ন স্লোগানে মুখরিত নগরভবনের সামনে অবস্থান নিয়েছেন। এতে ঢাকার বিভিন্ন এলাকা থেকে আসা মানুষ অংশ নিয়েছেন।
যাত্রাবাড়ীর বাসিন্দা এমদাদুল হক বলেন, “ইশরাক জনগণের ভোটে মেয়র নির্বাচিত হয়েছেন। আমরা তাকে দ্রুত দায়িত্বে দেখতে চাই। শপথ না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না।”
পুরান ঢাকা থেকে আসা নাসরিন আক্তার বলেন, “গেজেট প্রকাশের পরও ইশরাককে শপথ পড়ানো হচ্ছে না। দ্রুত শপথ না হলে আরও বড় কর্মসূচি ঘোষণা করা হবে।”
শনিবার (১৭ মে) জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে ইশরাক হোসেন বলেন, “নির্বাচনের ৩০ দিনের মধ্যে মামলা করা হয়েছিল। তাপস প্রভাব খাটিয়ে মামলা থামানোর চেষ্টা করেন, তবে আদালতের রায় আমরা পেয়েছি। গেজেট প্রকাশের ২০ দিন পার হলেও শপথ করানো হয়নি, যা আদালত অবমাননার শামিল।”
২০২০ সালের ১ ফেব্রুয়ারি ডিএসসিসি নির্বাচন অনুষ্ঠিত হয়। বিএনপির ইশরাক হোসেনকে প্রায় ২ লাখ ভোটের ব্যবধানে হারিয়ে আওয়ামী লীগের শেখ ফজলে নূর তাপস মেয়র নির্বাচিত হন। তবে গত ২৭ মার্চ ট্রাইব্যুনাল তাপসের বিজয় বাতিল করে ইশরাককে মেয়র ঘোষণা করে। ২২ এপ্রিল গেজেট প্রকাশের বিষয়ে আইন মন্ত্রণালয়ের পরামর্শ চায় নির্বাচন কমিশন।