1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
শনিবার, ০৫ জুলাই ২০২৫, ১০:৪৫ অপরাহ্ন

ইশরাকের শপথ দাবি ও উপদেষ্টার পদত্যাগে ছয় দিনের বিক্ষোভ, সমর্থকদের প্রতি শালীনতার আহ্বান Follow up আন্দোলনের পরবর্তী পদক্ষেপ কী হবে? সরকারের দৃষ্টিকোণ কি এখন? এ আন্দোলনে সাধারণ জনগণের ভূমিকা কী?

প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ২০ মে, ২০২৫

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নগর ভবনের সামনে টানা ছয়দিন ধরে বিক্ষোভ করছেন বিএনপি নেতা ইশরাক হোসেনের সমর্থকেরা। মঙ্গলবার (২০ মে) সকাল থেকেও তারা একই জায়গায় অবস্থান নিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছেন।

সোমবার (১৯ মে) বিক্ষোভকারীরা নগর ভবনের সামনের সড়ক অবরোধ করলে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। ফলে নগর ভবনের কিছু কর্মকর্তা-কর্মচারী কাজ করতে না পারায় সেবা কার্যক্রমে বিঘ্ন ঘটে। বিক্ষোভকারীদের দাবি, আদালতের রায়ে ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণের মেয়র ঘোষণা করা হলেও সরকার তাকে শপথ নিতে দিচ্ছে না। তারা সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ তুলে অবিলম্বে শপথ অনুষ্ঠান আয়োজনের দাবি জানিয়েছেন। একই সঙ্গে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদের পদত্যাগ দাবি করেন তারা।

এ বিষয়ে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, “বিষয়টি এখনও উচ্চ আদালতে বিচারাধীন। আদালতের চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত শপথের ব্যবস্থা নেয়া সম্ভব নয়।”

এদিকে সোমবার আন্দোলনের সময় বিক্ষোভকারীরা উপদেষ্টা আসিফ মাহমুদকে এই সংকটের জন্য দায়ী করে তার কুশপুতুল পোড়ান এবং তার প্রতিকৃতিতে জুতা নিক্ষেপ করেন। এই ঘটনাটি বিভিন্ন মহলে সমালোচনার জন্ম দেয়।

পরদিন মঙ্গলবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে একটি পোস্টে আন্দোলনকারীদের প্রতি এমন আচরণ না করার আহ্বান জানান ইশরাক হোসেন। তিনি লেখেন,
“আমি আন্দোলনরত ঢাকা দক্ষিণ সিটির জনগণ ও ভোটারদের বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি, ফ্যাসিস্ট হাসিনা ও তার দোসরদের বাদে অন্য কোন রাজনৈতিক দলের নেতার বিরুদ্ধে যত ক্ষোভ থাকুক না কেন, আমরা তাদের অসম্মান হয় এরকম কিছু করা থেকে শতভাগ বিরত থাকি। আমরা সমালোচনা করি, রাজনৈতিক বক্তব্যের মাধ্যমে তাদের সতর্ক করি, ভুল ধরিয়ে দেই—কিন্তু অবশ্যই ভাষাগত শিষ্টাচার মেনে।”

তিনি আরও লেখেন,
“অনেক তো দেখে আসছি, আর পেছনের দিকে দেশটাকে নিতে চাই না। অবশ্যই আমরা রাজনৈতিক প্রতিপক্ষকে মোকাবিলা করব, দেশের বিরুদ্ধে সকল ষড়যন্ত্র রুখে দেবো, নির্বাচনের স্পষ্ট রোডম্যাপ আদায়ের মাধ্যমে ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য পদক্ষেপ নেবো। এমনকি বর্তমানে বিতর্কিত উপদেষ্টাদের পদত্যাগে কঠোর গণতান্ত্রিক আন্দোলনও করব। কিন্তু ভাষা ও ব্যবহারে যেন শত্রুও সমালোচনা করতে না পারে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট