1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
বুধবার, ০২ জুলাই ২০২৫, ১০:২৪ পূর্বাহ্ন

গাজায় ইসরায়েলি হামলায় আরও ৩৯ ফিলিস্তিনি নিহত

প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫

গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় গত ২৪ ঘণ্টায় আরও অন্তত ৩৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে গত ১৮ মার্চ থেকে নতুন করে শুরু হওয়া আগ্রাসনে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১,৬১৩ জনে।

সোমবার (১৪ এপ্রিল) তুর্কি বার্তাসংস্থা আনাদোলুর এক প্রতিবেদনে জানানো হয়, ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলের চলমান হামলায় এখন পর্যন্ত গাজায় মোট ৫০ হাজার ৯৮৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় আহত হয়েছেন আরও ১১৮ জন। এতে চলমান সংঘাতে আহতের সংখ্যা বেড়ে হয়েছে ১ লাখ ১৬ হাজার ২৭৪ জন।

বিবৃতিতে জানানো হয়, বহু মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন। উদ্ধারকারীরা এখনও অনেকের কাছে পৌঁছাতে পারেননি।

চলতি বছরের জানুয়ারিতে কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তি ইসরায়েলের এই হামলায় পুরোপুরি ভেঙে গেছে বলে অভিযোগ করেছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট