ফিলিস্তিনিদের প্রতি সংহতির অংশ হিসেবে মালদ্বীপ সরকার আইন করে ইসরায়েলি পাসপোর্টধারীদের প্রবেশ নিষিদ্ধ করেছে। মঙ্গলবার (১৫ এপ্রিল) দেশটির সংসদে আইনটি পাস হওয়ার পর তাৎক্ষণিকভাবে প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু অনুমোদন দেন।
বিবৃতিতে মুইজ্জু বলেন, “ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে এই পদক্ষেপ মালদ্বীপের দৃঢ় অবস্থানের প্রতিফলন।” তিনি ফিলিস্তিনিদের ন্যায়সংগত লড়াইয়ে মালদ্বীপের সমর্থন পুনর্ব্যক্ত করেন।
এর আগে ২০২৩ সালের জুনে তিনি ইসরায়েলিদের ভ্রমণ নিষেধাজ্ঞা নিয়ে পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছিলেন। গত বছরের ৭ অক্টোবর শুরু হওয়া গাজা যুদ্ধের পর থেকে ইসরায়েলি হামলায় নিহত হয়েছে ৫০ হাজারেরও বেশি ফিলিস্তিনি।