1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
বুধবার, ০২ জুলাই ২০২৫, ১০:০০ পূর্বাহ্ন

ইসরায়েলি হামলায় গাজায় একদিনেই নিহত ৬৪, আহত বহু

প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান বাহিনীর টানা হামলায় গতকাল শুক্রবার (১৮ এপ্রিল) ভোর থেকে রাত পর্যন্ত অন্তত ৬৪ জন নিহত হয়েছেন। একইসঙ্গে আহত হয়েছেন আরও অনেক মানুষ। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

প্রতিবেদনে জানানো হয়, ইসরায়েলি বাহিনীর এই হামলায় নিহতদের বেশিরভাগই গাজা সিটি ও উত্তর গাজার বাসিন্দা। তবে মধ্য, উত্তর এবং দক্ষিণাঞ্চলেও ব্যাপকভাবে বিমান হামলা চালানো হয়েছে। বর্তমানে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) গাজার দক্ষিণাঞ্চলীয় রাফা শহরের শাবৌর এবং তেল আস সুলতান এলাকায় ঘাঁটি স্থাপন করেছে। সূত্রমতে, সর্বশেষ এই হামলাগুলো ওই ঘাঁটি থেকেই চালানো হয়েছে।

আলজাজিরা জানায়, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের ইসরায়েলে অতর্কিত হামলার পর থেকে শুরু হওয়া যুদ্ধ চলাকালীন এ পর্যন্ত অন্তত ৫১ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় ১ লাখ ১৭ হাজার মানুষ। তাদের মধ্যে ৫৬ শতাংশই নারী ও শিশু।

২০২৩ সালের ৭ অক্টোবর গাজা নিয়ন্ত্রণকারী সশস্ত্র গোষ্ঠী হামাস হঠাৎ করে ইসরায়েলে হামলা চালায়। ওই ঘটনায় ১ হাজার ২০০ জন নিহত এবং ২৫১ জনকে জিম্মি করে নিয়ে যায় তারা। এরপর থেকেই গাজায় হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী।

প্রায় ১৫ মাস টানা অভিযান চালানোর পর আন্তর্জাতিক চাপের মুখে ইসরায়েল গত ১৯ জানুয়ারি যুদ্ধবিরতি ঘোষণা করে। তবে বিরতি স্থায়ী হয়নি বেশিদিন। গত ১৮ মার্চ থেকে ফের গাজায় হামলা শুরু করে আইডিএফ। দ্বিতীয় দফার অভিযানে গত এক মাসেই নিহত হয়েছেন দেড় হাজারের বেশি ফিলিস্তিনি।

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ এক বিবৃতিতে জানান, জিম্মিদের মুক্তি এবং হামাসকে পরাজিত করার লক্ষ্যে ইসরায়েল তাদের যুদ্ধের লক্ষ্য অর্জনে অটল। তিনি বলেন, ইসরায়েলি বাহিনী এখন চূড়ান্ত বিজয়ের দিকে এগিয়ে যাচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট