1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
বুধবার, ০২ জুলাই ২০২৫, ১০:০৮ পূর্বাহ্ন

আক্রমণ অব্যাহত রাখবে ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশিত: শুক্রবার, ১৩ জুন, ২০২৫

ইরানের রাজধানী তেহরান ও আশপাশের পারমাণবিক ও সামরিক স্থাপনাগুলোর ওপর একাধিক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। বৃহস্পতিবার রাতভর চালানো এই হামলায় সশস্ত্র বাহিনীর প্রধান মোহাম্মদ বাঘেরি ও রেভল্যুশনারি গার্ডের প্রধান জেনারেল হোসেইন সালামিসহ বহু কর্মকর্তা নিহত হয়েছেন।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জানান, ইরানের পরমাণু কর্মসূচির কেন্দ্রবিন্দুতে এই হামলা চালানো হয়েছে। তেহরান থেকে ২২৫ কিলোমিটার দক্ষিণে অবস্থিত নাতাঞ্জ শহর, যেটি ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মূল কেন্দ্র, সেখানে আঘাত হানা হয়। তিনি আরও বলেন, পরমাণু বোমা তৈরিতে সংশ্লিষ্ট বিজ্ঞানীরাও তাদের নিশানায় রয়েছেন এবং যতদিন প্রয়োজন, এই আক্রমণ অব্যাহত থাকবে।

হামলার পরপরই ইসরায়েল জরুরি অবস্থা ঘোষণা করে। প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ জানান, ইরানের পাল্টা হামলা শিগগিরই হতে পারে। জেরুজালেমে অবস্থানরত বিবিসি সংবাদদাতা জানান, গভীর রাতে সাইরেন ও মোবাইল সতর্কবার্তায় ঘুম ভেঙে যায় শহরবাসীর।

সিএনএনের খবরে বলা হয়, সম্ভাব্য প্রতিশোধমূলক হামলার আশঙ্কায় ইসরায়েল সরকার নাগরিকদের নিরাপদ আশ্রয়ে যেতে নির্দেশ দিয়েছে। হোম ফ্রন্ট কমান্ডের প্রধান মেজর জেনারেল রাফি মিলো সবাইকে সুরক্ষিত স্থানে অবস্থানের আহ্বান জানান। ইসরায়েলি কর্তৃপক্ষের আশঙ্কা, ইরানের পাল্টা জবাব যে কোনো সময় আসতে পারে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট