1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
রবিবার, ১৩ জুলাই ২০২৫, ০৩:২৬ পূর্বাহ্ন

ইসরায়েলি হামলার জবাবে পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি গোষ্ঠী

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশিত: মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫

হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি ইয়েমেনের টেলিভিশনে দেওয়া এক বিবৃতিতে জানান, ইসরায়েলের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর, আশদোদ সমুদ্রবন্দর এবং আশকেলনের একটি বিদ্যুৎকেন্দ্র লক্ষ্য করে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। এসব ক্ষেপণাস্ত্র শব্দের চেয়ে পাঁচগুণ বেশি গতিসম্পন্ন বলে দাবি করেন তিনি।

এছাড়া দক্ষিণ ইসরায়েলের এইলাত বন্দরের দিকে পাঠানো হয়েছে আটটি বিস্ফোরকবাহী ড্রোন।

ইয়াহিয়া সারি দাবি করেন, এসব ক্ষেপণাস্ত্র ও ড্রোন নির্ধারিত লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত হেনেছে এবং ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থা সেগুলো প্রতিহত করতে ব্যর্থ হয়েছে।

এর আগে সোমবার ভোরে ইয়েমেনের হুদায়দাহ, রাস ইসা এবং সাইফ বন্দরে হামলা চালায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। ‘অপারেশন ব্ল্যাক ফ্ল্যাগ’ নামের একটি অভিযানের অংশ হিসেবে এই হামলা চালানো হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট