ইরানের রাজধানী তেহরানসহ আশপাশের এলাকায় ইসরায়েলের চালানো একাধিক বিমান হামলায় ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর প্রধান জেনারেল হোসেইন সালামি নিহত হয়েছেন।
শুক্রবার (১৩ জুন) ভোরে রাষ্ট্রীয় টেলিভিশন ও বার্তাসংস্থা জানিয়েছে, রাতভর বিমান হামলায় তেহরানে আইআরজিসি সদর দপ্তর লক্ষ্য করে আঘাত হানে ইসরায়েল, যেখানে উপস্থিত ছিলেন জেনারেল সালামি।
রয়টার্স ও সিএনএনসহ আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর বরাতে জানা যায়, ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমগুলো ইতোমধ্যে সালামির মৃত্যুর খবর নিশ্চিত করেছে।
২০১৯ সাল থেকে আইআরজিসির প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন হোসেইন সালামি। পরমাণু কর্মসূচি, সামরিক কৌশল ও মধ্যপ্রাচ্যে ইরানের আঞ্চলিক প্রভাব বিস্তারে তিনি ছিলেন অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তি।
সালামির মৃত্যুতে ইরানজুড়ে তীব্র প্রতিক্রিয়া ছড়িয়ে পড়েছে। দেশটির সেনাবাহিনী ও বিপ্লবী গার্ড প্রতিশোধের হুঁশিয়ারি দিয়েছে।
স্থানীয় সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, হামলার পর তেহরানের আকাশে ধোঁয়ার ঘন কুণ্ডলী ও আগুন দেখা গেছে।
আইআরজিসি কেবল একটি সামরিক বাহিনী নয়, বরং এটি ইরানের রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতারও প্রধান স্তম্ভ। বিবিসির তথ্য মতে, এই বাহিনী ইরানের ইসলামি শাসনব্যবস্থাকে অভ্যন্তরীণ ও বহিরাগত হুমকি থেকে রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
ইসরায়েলের এই হামলার ফলে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বেড়ে যাওয়ার আশঙ্কা করছে আন্তর্জাতিক মহল।
চেয়ারম্যানঃ এম এস চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালকঃ মোঃ এম রহমান, ঠিকানাঃ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত