কাতারের রাজধানী দোহায় মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেলে একাধিক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, তারা হামাসের কর্মকর্তাদের লক্ষ্য করে এই হামলা চালিয়েছে।
হামাসের একটি সূত্র আল-জাজিরাকে জানায়, আলোচক দলকে টার্গেট করেই এ হামলা চালানো হয়েছে। ওই সময় হামাসের প্রতিনিধিরা যুক্তরাষ্ট্রের সর্বশেষ যুদ্ধবিরতি প্রস্তাব নিয়ে বৈঠকে আলোচনা করছিলেন।
এ ঘটনাকে “অপরাধমূলক হামলা” আখ্যা দিয়ে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, এটি সব আন্তর্জাতিক আইন ও বিধিনিষেধের পরিপন্থি এবং কাতারসহ সেখানে বসবাসরত জনগণের নিরাপত্তা ও সুরক্ষার জন্য গুরুতর হুমকি।
তবে হামলায় হতাহতের সংখ্যা কিংবা সম্পদের ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য এখনো পাওয়া যায়নি।