1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
বুধবার, ০২ জুলাই ২০২৫, ১০:১৯ পূর্বাহ্ন

ইসরায়েলের হামলার পর ইরান পারমাণবিক অস্ত্রের পথে?

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশিত: শনিবার, ১৪ জুন, ২০২৫

ইরানের একটি পারমাণবিক স্থাপনায় ইসরায়েলের সাম্প্রতিক বিমান হামলার পর মধ্যপ্রাচ্যে নিরাপত্তা পরিস্থিতি জটিল হয়ে উঠেছে। কাতারভিত্তিক আলজাজিরা ও বিভিন্ন বিশ্লেষকের মতে, এই হামলা ইরানকে পারমাণবিক বোমা তৈরির দিকে ঠেলে দিতে পারে।

আন্তর্জাতিক সঙ্কট বিশ্লেষণ সংস্থা আইসিজি’র বিশেষজ্ঞ আলি ভায়েজ বলেন, ইরানের কৌশলগত ধৈর্য ফুরিয়ে যাচ্ছে। দেশটি হয় আত্মরক্ষার জন্য বোমা তৈরি করবে, নয়তো পশ্চিমাদের শর্ত মেনে নেবে। একই সঙ্গে অভ্যন্তরীণ রাজনীতিতে কট্টরপন্থীরা শক্তিশালী হচ্ছে।

বিশ্লেষকরা মনে করেন, যুক্তরাষ্ট্রের পরোক্ষ অনুমোদনেই ইসরায়েল এই হামলা চালিয়েছে। এতে ২০১৫ সালের ঐতিহাসিক পারমাণবিক চুক্তির ভবিষ্যত আরও অনিশ্চিত হয়ে পড়েছে।

লেবাননের হিজবুল্লাহ দুর্বল হয়ে যাওয়া এবং সিরিয়ায় প্রভাব কমে যাওয়ায় ইরানের আঞ্চলিক প্রতিরোধ সক্ষমতাও হ্রাস পেয়েছে। ফলে এখন তারা পারমাণবিক কর্মসূচিকে আত্মরক্ষার অন্যতম উপায় হিসেবে দেখছে।

বিশেষজ্ঞদের আশঙ্কা, ইরান যদি সত্যিই বোমা তৈরির পথে এগোয়, তবে তা শুধু মধ্যপ্রাচ্য নয়, পুরো বিশ্ব নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়াবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট