ইরানের সঙ্গে চলমান সংঘাত দ্রুত শেষ করার পরিকল্পনা করছে ইসরায়েল। এ লক্ষ্যে যুক্তরাষ্ট্র তার আরব মিত্রদের মাধ্যমে ইরানের কাছে ইসরায়েলের প্রস্তাব পাঠিয়েছে।
সোমবার (২৩ জুন) মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে জানিয়েছে, আরব ও ইসরায়েলি কর্মকর্তাদের বরাতে এ তথ্য পাওয়া গেছে।
ইসরায়েলি কর্মকর্তারা জানিয়েছেন, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) আগামী কয়েক দিনের মধ্যেই ইরানে নির্ধারিত লক্ষ্যবস্তুগুলোতে সামরিক অভিযান সম্পন্ন করার আশা করছে। তাদের মতে, এরপর যুদ্ধ বন্ধের সুযোগ তৈরি হতে পারে।
আরবের একাধিক কর্মকর্তা ওয়াল স্ট্রিট জার্নালকে জানিয়েছেন, ইসরায়েল অভিযান দ্রুত শেষ করতে চায়—এ কথা যুক্তরাষ্ট্র এরই মধ্যে তার আরব মিত্রদের মাধ্যমে ইরানকে জানিয়ে দিয়েছে।
তবে, ইরান এখনই যুদ্ধ শেষ করতে প্রস্তুত নয়। তাদের অবস্থান হলো—যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার জবাব না দেওয়া পর্যন্ত অভিযান চালিয়ে যাবে।
এদিকে ইসরায়েলি টেলিভিশন চ্যানেল-১২ জানিয়েছে, ‘অপারেশন রাইজিং লায়ন’-এর মাধ্যমে ইরানকে লক্ষ্য করে চালানো এই অভিযান আগামী কয়েক দিনের মধ্যেই ইসরায়েল শেষ করতে চায়। তারা বিশ্বাস করে, এর মাধ্যমে ইরানের পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হুমকি নির্মূল করে নিজেদের সামরিক লক্ষ্য খুব দ্রুত অর্জন করা সম্ভব হবে।
চেয়ারম্যানঃ এম এস চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালকঃ মোঃ এম রহমান, ঠিকানাঃ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত