1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
বুধবার, ০২ জুলাই ২০২৫, ১০:২৪ পূর্বাহ্ন

পশ্চিমা হস্তক্ষেপে ইরানের হুঁশিয়ারি: লক্ষ্য সামরিক ঘাঁটি ও যুদ্ধজাহাজ

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশিত: শনিবার, ১৪ জুন, ২০২৫

ইসরায়েলের বিরুদ্ধে পাল্টা হামলার পর পশ্চিমা শক্তিগুলোর সম্ভাব্য হস্তক্ষেপ নিয়ে কড়া হুঁশিয়ারি দিয়েছে ইরান। তেহরান জানিয়েছে, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্স যদি ইসরায়েলকে প্রতিরক্ষা সহায়তা দেয়, তবে তাদের আঞ্চলিক সামরিক ঘাঁটি ও যুদ্ধজাহাজগুলো ইরানের হামলার লক্ষ্যবস্তু হবে।

শুক্রবার (১৪ জুন) ইরানি রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে বিবিসি ও রয়টার্স এ তথ্য জানায়। বিবিসির প্রতিবেদনে বলা হয়, তেহরান স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে—ইসরায়েলবিরোধী অভিযানে বাইরের রাষ্ট্রের কোনো ধরনের হস্তক্ষেপ সরাসরি যুদ্ধ পরিস্থিতি তৈরি করবে।

ইরানি গণমাধ্যম আরও জানায়, বর্তমানে পশ্চিমা শক্তিগুলোর নৌঘাঁটি, বিমানঘাঁটি ও সামরিক স্থাপনাগুলো ইরানের নজরদারিতে রয়েছে।

উল্লেখ্য, এর আগে ইসরায়েল জানায়, তারা ইরানের হামলা মোকাবিলায় আন্তর্জাতিক মিত্রদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে। তবে ইরানের হুঁশিয়ারির পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা চূড়ান্ত পর্যায়ে পৌঁছানোর আশঙ্কা করছেন বিশ্লেষকরা। তাদের মতে, সরাসরি পশ্চিমা দেশের নাম উল্লেখ করে হুমকি দেওয়া ইরানের কূটনীতিতে একটি বড় পরিবর্তনের ইঙ্গিত।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট