চলমান হামলা-পাল্টা হামলার মধ্যে ইরান দাবি করেছে, তারা ইসরায়েলের আরও একটি এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে। শনিবার (১৪ জুন) ইরানের পশ্চিমাঞ্চলের আকাশে বিমানটি ভূপাতিত করা হয় বলে জানিয়েছে রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে তেহরান টাইমস।
প্রতিবেদনে বলা হয়, ইরানের সেনাবাহিনী তাদের নিজস্ব আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে বিমানটি গুলি করে নামায়। বিমানটি অবৈধভাবে ইরানের আকাশসীমায় প্রবেশ করেছিল। পাইলটকে জীবিত আটক করা হয়েছে।
এ নিয়ে ইরান এখন পর্যন্ত ইসরায়েলের তিনটি এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে বলে দাবি করেছে। এর মধ্যে এক পাইলট নিহত ও আরেকজনকে আগেই আটক করা হয়েছে।
এর আগে শুক্রবার ইসরায়েল তেহরানের সামরিক ঘাঁটি, আবাসিক এলাকা ও পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। এতে প্রায় ১০০ জন নিহত হন, যাদের মধ্যে বেসামরিক নাগরিক ও পারমাণবিক বিজ্ঞানীও রয়েছেন।
এর প্রতিক্রিয়ায় ইরান ইসরায়েলের সামরিক ও গোয়েন্দা স্থাপনায় পাঁচ ধাপে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। এতে অন্তত ১৫০টি লক্ষ্যবস্তু ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছে ইরানি সেনাবাহিনী।
শনিবারও দ্বিতীয় দিনের মতো কামিকাজে ড্রোন দিয়ে ইসরায়েলের বিভিন্ন স্থাপনায় হামলা চালায় ইরান। ধারণা করা হচ্ছে, আগামী ঘণ্টাগুলোতে আরও শক্তিশালী ক্ষেপণাস্ত্র হামলার পরিকল্পনা রয়েছে তেহরানের।