1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
বুধবার, ০২ জুলাই ২০২৫, ১০:২৮ পূর্বাহ্ন

ইরান-ইসরায়েল পাল্টাপাল্টি হামলায় ইসরায়েলে নিহত ৮, নিখোঁজ ৩৫

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশিত: রবিবার, ১৫ জুন, ২০২৫

ইরানের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের বিভিন্ন শহরে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮ জনে, আর নিখোঁজ রয়েছেন আরও অন্তত ৩৫ জন। রোববার (১৫ জুন) আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

শনিবার রাতে ইসরায়েলের উত্তরের একাধিক স্থানে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে চারজন নিহত হন বলে জানিয়েছে দেশটির পুলিশ। একই রাতে মধ্য ইসরায়েলের বাত ইয়াম শহরে আরেক দফা হামলায় আরও তিনজন নিহত হন।

হিব্রু গণমাধ্যমের বরাতে টাইমস অব ইসরায়েল জানায়, বাত ইয়ামে একটি আবাসিক ভবনে মিসাইল আঘাত হানার পর থেকে সেখানে প্রায় ৩৫ জন এখনও নিখোঁজ রয়েছেন। ভবনটি যেকোনো মুহূর্তে ধসে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। উদ্ধারকর্মীরা জীবিতদের খুঁজে বের করতে অভিযান চালিয়ে যাচ্ছেন।

এছাড়া দেশটির বিভিন্ন এলাকায় ক্ষেপণাস্ত্র হামলায় আরও অন্তত ২০০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

অন্যদিকে একই রাতে ইসরায়েলও পাল্টা হামলা চালায় ইরানে। এসব হামলায় লক্ষ্যবস্তু করা হয় ইরানের জ্বালানি খাত, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দপ্তর, তেলের ডিপো এবং গুরুত্বপূর্ণ প্রাকৃতিক গ্যাসক্ষেত্র।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট