ইরান ও ইসরায়েলের চলমান পাল্টাপাল্টি হামলায় ইরানে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২৪ জনে। রোববার পর্যন্ত এই তথ্য নিশ্চিত করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। হামলায় আহত হয়েছেন আরও ১ হাজার ২৭৭ জন।
নিহতদের মধ্যে ৯০ শতাংশেরও বেশি বেসামরিক নাগরিক বলে জানিয়েছে বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)।
সবশেষ রোববার ইসরায়েলের হামলায় ইসলামি বিপ্লবী গার্ড কোরের (আইআরজিসি) গোয়েন্দা ইউনিটের প্রধান মোহাম্মদ কাজেমি, তার সহকারী হাসান মোহাক্কেক এবং আইআরজিসি কমান্ডার মোহসেন বাকেরি নিহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছে আইআরজিসি সংশ্লিষ্ট সংবাদ সংস্থা তাসনিম এবং ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন।
এদিকে, ইরানের রাজধানী তেহরানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি ভবন ও এর গ্রন্থাগারে পরিকল্পিত ও সরাসরি হামলা চালিয়েছে ইসরায়েল।
ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা ইরানে বিভিন্ন ক্ষেপণাস্ত্র স্থাপনা লক্ষ্য করে ধারাবাহিকভাবে বিমান হামলা চালিয়ে যাচ্ছে।
চলমান সংঘর্ষে প্রতিদিনই বাড়ছে হতাহতের সংখ্যা। পরিস্থিতি ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে বাড়ছে উদ্বেগ।