তেল আবিব ও হাইফা শহরের দিকে আবারও ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। সোমবার (১৬ জুন) রাত থেকে শুরু হওয়া এই পাল্টা হামলা চালায় ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। রাষ্ট্রীয় টেলিভিশনের এক ঘোষণায় জানানো হয়, ‘অপারেশন ট্রু প্রমিস-৩’-এর নবম ধাপে ক্ষেপণাস্ত্র ও ড্রোন একযোগে ব্যবহৃত হচ্ছে এবং এই হামলা মঙ্গলবার ভোর পর্যন্ত অব্যাহত থাকতে পারে।
এর আগে, সোমবার সন্ধ্যায় ইসরায়েল একযোগে ইরানের বিভিন্ন স্থানে বিমান হামলা চালায়। এতে তেহরানের নিকটবর্তী একটি সামরিক ঘাঁটি, কেরমানশাহ শহরের ফারাবি হাসপাতাল এবং রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থা ইসলামিক রিপাবলিক অব ইরান ব্রডকাস্টিং (আইআরআইবি) ভবন ক্ষতিগ্রস্ত হয়। ইসরায়েল এসব স্থাপনাকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করে।
বিশেষ করে আইআরআইবি ভবনে হামলার পরপরই ক্ষেপণাস্ত্র ছুড়ে সরাসরি জবাব দেয় ইরান। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানায়, ইরান থেকে ছোড়া ১০টি ক্ষেপণাস্ত্র আকাশেই প্রতিহত করা হয়েছে। তবে কিছু ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ উত্তর ইসরায়েলের কয়েকটি অঞ্চলে পড়েছে।
এর আগে সোমবারেই ইরানের দিক থেকে ইসরায়েলের উদ্দেশে আরও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে বলে দাবি করে আইডিএফ। ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় ইসরায়েলের উত্তরাঞ্চলে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে।