যুক্তরাষ্ট্রের ইরান-ইসরায়েল সংঘাতে জড়িয়ে পড়ার আশঙ্কা ক্রমেই বাড়ছে। এরই মধ্যে যুক্তরাজ্যের পূর্বাঞ্চলে অবস্থিত রয়্যাল এয়ারফোর্স লেকেনহিথ ঘাঁটি থেকে বুধবার ভোররাতে চারটি এফ-৩৫ যুদ্ধবিমান উড্ডয়ন করেছে। এ তথ্য জানিয়েছে বিবিসির লাইভ প্রতিবেদনে।
প্রতিবেদনে বলা হয়, এই যুদ্ধবিমানগুলোর সঙ্গে ছিল একটি জ্বালানি ট্যাংকার বিমানও। ধারণা করা হচ্ছে, দীর্ঘপথে অভিযানের জন্য এসব যুদ্ধবিমানকে জ্বালানি সরবরাহের প্রস্তুতি হিসেবেই ট্যাংকারটি মোতায়েন করা হয়েছে।
এছাড়া ইরানের মাটির গভীরে অবস্থিত পারমাণবিক স্থাপনাগুলোতে হামলার জন্য যুক্তরাষ্ট্রের বি-টু স্পিরিট বোমার বিমান মোতায়েন করা হয়েছে বলে জানা গেছে। এই স্টিলথ বোমারগুলো বর্তমানে ভারত মহাসাগরে ইরান থেকে প্রায় চার হাজার কিলোমিটার দূরত্বে একটি সামরিক ঘাঁটিতে অবস্থান করছে।
এদিকে গত তিনদিনে যুক্তরাষ্ট্রের কমপক্ষে ৩০টি সামরিক বিমান স্পেন, স্কটল্যান্ড এবং ইংল্যান্ডের বিভিন্ন ঘাঁটিতে স্থানান্তর করা হয়েছে। যদিও এই বিমান স্থানান্তরের সুনির্দিষ্ট উদ্দেশ্য প্রকাশ করা হয়নি, তবে বিশ্লেষকরা বলছেন, এটি মধ্যপ্রাচ্যে সম্ভাব্য বড় ধরনের অভিযানের প্রস্তুতির ইঙ্গিত হতে পারে।
বিবিসির মার্কিন অংশীদার সিবিএস নিউজ জানায়, ইরানের পারমাণবিক কর্মসূচির কেন্দ্রগুলোতে হামলার পরিকল্পনায় ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রও সরাসরি অংশ নিতে পারে। এতে করে ইরান-ইসরায়েল সংঘাত আরও ভয়াবহ রূপ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।