ইরান-ইসরায়েল সংঘাতে গত ২৪ ঘণ্টায় ২৪০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ জুন) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ইরানে ইসরায়েলের হামলায় নিহতের সংখ্যা ২৪০ জন ছাড়িয়েছে, যাদের মধ্যে ৭০ জন নারী ও শিশু। অন্যদিকে, ইসরায়েলে ইরানের হামলায় নিহত হয়েছেন ২৪ জনেরও বেশি।
এছাড়া গাজার খান ইউনিসে খাদ্য সহায়তা নিতে আসা ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বাহিনীর হামলায় কমপক্ষে ৮৯ জন নিহত হয়েছেন।
এ পরিস্থিতিতে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরান কোনো “আরোপিত শান্তি” মেনে নেবে না এবং তার ভূখণ্ডে হামলার “গুরুতর ও অপূরণীয় পরিণতি” হবে।
ইসরায়েল দাবি করেছে, তারা ইরানের ৪০টি স্থানে হামলা চালিয়েছে, যার মধ্যে রয়েছে সেন্ট্রিফিউজ উৎপাদন কেন্দ্র ও অস্ত্র স্থাপনাগুলো। এর পাল্টা জবাবে ইরান ইসরায়েলে ড্রোনের একাধিক ঝাঁক পাঠিয়েছে।