ইসরায়েলকে আন্তর্জাতিক জবাবদিহির আওতায় আনতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
শনিবার (২১ জুন) তুরস্কের ইস্তানবুলে ওআইসির ৫১তম পররাষ্ট্রমন্ত্রী সম্মেলনে দেওয়া বক্তব্যে তিনি বলেন, ইরানের ওপর ইসরায়েলের বেআইনি ও আগ্রাসী হামলা আন্তর্জাতিক আইন, জাতিসংঘ সনদ ও সার্বভৌমত্বের লঙ্ঘন।
তিনি বলেন, এ ধরনের বেপরোয়া কর্মকাণ্ড অঞ্চল ও বৈশ্বিক নিরাপত্তার জন্য হুমকি। ওআইসিকে ন্যায়বিচার নিশ্চিত করতে আইসিজে ও আইসিসির মাধ্যমে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
পররাষ্ট্র উপদেষ্টা শান্তি ও কূটনীতির পথে অগ্রসর হতে এবং উসকানিমূলক হামলা বন্ধে সম্মিলিত উদ্যোগের আহ্বান জানান।
চেয়ারম্যানঃ এম এস চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালকঃ মোঃ এম রহমান, ঠিকানাঃ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত