নব্বইয়ের দশক থেকে শেকড়ের সন্ধানে স্টুডিওর চার দেয়াল ছাড়িয়ে দেশের নানা প্রান্তে ছুটে গেছে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি। ইতিহাস, ঐতিহ্য, সভ্যতা, সংস্কৃতি, প্রাকৃতিক সৌন্দর্য ও জনগুরুত্বপূর্ণ স্থান দর্শকদের সামনে তুলে ধরছে এ অনুষ্ঠান।
এরই ধারাবাহিকতায় এবারের পর্ব ধারণ করা হয়েছে মেঘনা-তেতুলিয়া নদী বিধৌত দ্বীপ জেলা ভোলার চরফ্যাশনে। বৃটিশ আমলে নির্মিত প্রায় শতবর্ষী ঐতিহাসিক ট্যাফনাল ব্যারেট স্কুলের সামনে বিশেষভাবে তৈরি করা মঞ্চে অনুষ্ঠিত হয় এ আয়োজন।
ধারণ উপলক্ষে পুরো ভোলা জুড়ে তৈরি হয় উৎসবের আমেজ। দুপুরের পর থেকেই দর্শকরা ভিড় জমাতে থাকেন অনুষ্ঠানস্থলে। অনেকে ব্যানার-ফেস্টুন নিয়ে হানিফ সংকেত ও ইত্যাদিকে স্বাগত জানান। আমন্ত্রিতদের পাশাপাশি অনুষ্ঠানস্থলের বাইরে প্রায় অর্ধলক্ষ দর্শক তাদের প্রিয় অনুষ্ঠান দেখতে উপস্থিত হন। অনেকে বৃষ্টি উপেক্ষা করে আশপাশের ভবনের ছাদ ও রাস্তায় দাঁড়িয়ে অনুষ্ঠান উপভোগ করেন। বারবার করতালি ও উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে পরিবেশ।
এবারের পর্বে দুটি গান পরিবেশিত হয়েছে। শুরুতেই ভোলাকে ঘিরে একটি পরিচিতিমূলক গান পরিবেশন করেন স্থানীয় শতাধিক নৃত্যশিল্পী। গানটির কথা লিখেছেন মনিরুজ্জামান পলাশ, কণ্ঠ দিয়েছেন রাজিব ও তানজিনা রুমা, কোরিওগ্রাফি করেছেন এস কে জাহিদ, সুর করেছেন হানিফ সংকেত এবং সংগীতায়োজন করেছেন মেহেদী।
আরেকটি গান “আমাকে না বলে” পরিবেশন করেছেন জনপ্রিয় শিল্পী রবি চৌধুরী ও আঁখি আলমগীর। গানটির সুর ও সংগীত করেছেন ইমরান মাহমুদুল এবং কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন।
স্থানীয়দের মতে, ভোলায় আগে কখনও কোনো অনুষ্ঠানে এত দর্শক সমাগম হয়নি। এবারের ইত্যাদি তাই হয়ে উঠেছে ভোলাবাসীর জন্য এক স্মরণীয় আয়োজন।
চেয়ারম্যানঃ এম এস চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালকঃ মোঃ এম রহমান, ঠিকানাঃ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত