আবাসন ভাতাসহ তিন দফা দাবি আদায়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা টানা দ্বিতীয় দিনের মতো রাজধানীর কাকরাইল মসজিদ মোড়ে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। বৃহস্পতিবার (১৫ মে) রাতে সপ্তাহের শেষ কর্মদিবসে এই আন্দোলনের ফলে কাকরাইল মোড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
আন্দোলনের প্রভাব
রাত ৯টায় সরেজমিনে দেখা যায়, নয়াপল্টন থেকে কাকরাইল, মিন্টো রোড থেকে কাকরাইল এবং শান্তিনগর মোড় থেকে কাকরাইল অভিমুখে রাস্তাগুলোতে যানবাহনের দীর্ঘ সারি লেগে আছে। মৎস্য ভবন মোড় থেকে কাকরাইল মসজিদ মোড় পর্যন্ত সড়ক বন্ধ থাকায় এসব রাস্তায় চলাচলকারী যানবাহনগুলোকে বিকল্প পথে যেতে হচ্ছে, যা কাকরাইল মোড়ে যানজট আরও বাড়িয়ে তুলছে।
যাত্রীদের দুর্ভোগ
দুই দিন ধরে চলা এই অবরোধের কারণে সাধারণ যাত্রীদের তীব্র দুর্ভোগ পোহাতে হচ্ছে। অনেক যাত্রী অভিযোগ করেন, রাস্তায় আটকে থাকায় সময়মতো গন্তব্যে পৌঁছাতে পারছেন না। একই ধরনের অভিযোগ করেন বাসচালকরাও, যারা যানজটের কারণে নির্ধারিত সময়ে রুট শেষ করতে পারছেন না।