
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানের ভোটার নিবন্ধন কার্যক্রম সম্পন্ন হয়েছে।
শনিবার (২৭ ডিসেম্বর) ভোটার নিবন্ধনের জন্য তিনি তার মা ডা. জুবাইদা রহমানের সঙ্গে নির্বাচন কমিশনের প্রশিক্ষণ ভবনে উপস্থিত হন।
নির্বাচন কমিশন সূত্র জানায়, ব্যারিস্টার জাইমা রহমান ও ডা. জুবাইদা রহমান দুপুর ১২টা ২৭ মিনিটে নির্বাচন প্রশিক্ষণ ভবনে প্রবেশ করেন। সেখানে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা ও ভোটার নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করে তারা দুপুর ১২টা ৪৫ মিনিটে ভবন ত্যাগ করেন।
ইসি সূত্র আরও জানায়, নির্ধারিত নিয়ম ও প্রক্রিয়া অনুসরণ করেই ব্যারিস্টার জাইমা রহমানের ভোটার নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি
Leave a Reply