1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫, ০৩:০৪ পূর্বাহ্ন

এটিএম আজহারের খালাসের পর জাতির কাছে নিঃশর্ত ক্ষমা চাইলেন জামায়াত আমির

প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৭ মে, ২০২৫

যুদ্ধাপরাধ মামলায় জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা এটিএম আজহারুল ইসলাম সুপ্রিম কোর্টের আপিল বিভাগ থেকে খালাস পাওয়ার পর জাতির কাছে বিনা শর্তে ক্ষমা চেয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান।

মঙ্গলবার (২৭ মে) রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক জরুরি সংবাদ সম্মেলনে জামায়াত আমির বলেন, “এই সংগঠনের কোনো কর্মী বা সহকর্মীর দ্বারা যদি কেউ ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন— আমরা তাদের কাছে নিঃশর্তভাবে ক্ষমা চাই। আমরা ভুলের ঊর্ধ্বে নই, আমাদের ভুল-ত্রুটি হয়েছে।”

সংবাদ সম্মেলনে তিনি এটিএম আজহারের খালাস প্রসঙ্গে বলেন, “আপিল বিভাগ আজহারুল ইসলামের মৃত্যুদণ্ড বাতিল করে বেকসুর খালাস দিয়েছেন। এটা প্রমাণ করে যে, সত্যকে চিরকাল চাপা দিয়ে রাখা যায় না।”

তিনি আরও বলেন, “আমরা জনগণের কষ্ট বুঝি। তবে আমাদের অনেক সীমাবদ্ধতা ছিল। একসময় কাজ করার সুযোগ দেওয়া হয়নি, এখনো প্রতিবন্ধকতা রয়ে গেছে। তবুও আমরা মানুষের পাশে থাকার চেষ্টা করেছি এবং করব।”

ভবিষ্যতের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি তুলে ধরে ডা. শফিকুর রহমান বলেন, “আমরা প্রতিশোধের রাজনীতি নয়, কল্যাণের রাজনীতি করতে চাই। সমাজ থেকে বৈষম্য, দুর্নীতি, দুঃশাসন ও অপরাধ দূর করে একটি মানবিক ও কল্যাণমুখী রাষ্ট্র গড়াই আমাদের লক্ষ্য।”

উল্লেখ্য, একাত্তরের মানবতাবিরোধী অপরাধ মামলায় আওয়ামী লীগ সরকারের সময় জামায়াতের একাধিক শীর্ষ নেতার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। তবে সর্বশেষ এটিএম আজহারুল ইসলামের রিভিউ শুনানি শেষে আপিল বিভাগ তাকে খালাস দেন। এ রায়ের পর দলের অবস্থান স্পষ্ট করতে সংবাদ সম্মেলনে হাজির হন জামায়াতের শীর্ষ নেতৃত্ব।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট