1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫, ১১:২৩ অপরাহ্ন

জামালপুরে টিআর কাবিখা ও কাবিটা প্রকল্পে অনিয়মের অভিযোগ, চেয়ারম্যানরা অপরিবর্তিত

মোহাম্মাদ আলী, জামালপুর প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ৩১ মে, ২০২৫
Oplus_131072

দেশে সরকারের পরিবর্তন হলেও দলীয় সরকারের চেয়ারম্যান ও মেম্বারদের অনিয়ম-দুর্নীতির চিত্র অপরিবর্তিত রয়েছে। জামালপুর জেলার ৭টি উপজেলার বিভিন্ন ইউনিয়নে চলমান টিআর কাবিখা ও কাবিটা প্রকল্পে প্রকৃত কাজের তুলনায় ব্যাপক নৈরাজ্য এবং অর্থের আত্মসাতের তথ্য পাওয়া গেছে।

২০২৪-২৫ অর্থবছরের প্রকল্প পরিদর্শনে জানা গেছে, গত বছর ৫ আগস্টের পর থেকে বেশ কয়েকজন ইউপি চেয়ারম্যান আত্মগোপন করেছেন। জামালপুর সদর, মেলান্দহ, ইসলামপুর ও দেওয়ানগঞ্জের অন্তত ৮ জন চেয়ারম্যান গ্রেফতার বা আটক হলেও বাকি চেয়ারম্যানরা গ্রেফতারের আতঙ্কে রয়েছেন। তবে এসব কারাবন্দীর সত্ত্বেও প্রকল্পের অনিয়ম থামেনি।

তুলশিরচর, বাঁশচড়া, দিগপাইত, চর বানিপাকুরিয়া, কুলিয়া, দুর্মুঠ, সাপধরি, বেলগাছা ও চরগোয়ালিনি ইউনিয়নের প্রকল্প এলাকায় কাজের মান খুবই খারাপ। অনেক প্রকল্পে কোনো কাজই হয়নি, কোথাও খানাখন্দ আর কোথাও মাটির ওপর অপ্রতুল বালু ফেলা হয়েছে, যা বর্ষায় ধ্বসে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে। এতে স্থানীয়রা চলাচলে মারাত্মক দুর্ভোগের শিকার।

বিশেষজ্ঞরা জানান, কিছু প্রকল্পে প্রকল্প সভাপতির আসনে আছেন সাংবাদিক, রাজনৈতিক নেতা এবং প্রশাসনের কর্তা ব্যক্তিরা, কিন্তু প্রকৃত কাজের লাভভাগ নিচ্ছেন বহিরাগতরা। এটি স্থানীয় সরকার সংবিধানের পরিপন্থী বলে অভিযোগ উঠেছে।

স্থানীয়রা চেয়ারম্যান-মেম্বারদের এ অপরিবর্তনশীল মানসিকতা ও দুর্নীতির প্রতি ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ হিমশিম খাচ্ছে পরিস্থিতি সামাল দিতে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট