বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান জানিয়েছেন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে দুটি গুরুত্বপূর্ণ বিষয়ে স্পষ্ট রোডম্যাপ চাওয়া হয়েছে। শনিবার (২৪ মে) রাত সাড়ে ৯টায় প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন ‘যমুনা’র সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
জামায়াত আমির বলেন, "আমরা বলেছি, দুইটি বিষয় স্পষ্ট করা দরকার। প্রথমত, নির্বাচন কখন হবে—তা সুনির্দিষ্টভাবে জানানোর প্রয়োজন। প্রধান উপদেষ্টা যে সময়সীমা দিয়েছেন, তার মধ্যেই যেন বড় কোনো জনদুর্ভোগ সৃষ্টি না হয় এবং একটি স্বস্তিকর সময়ে নির্বাচন আয়োজন করা হয়।"
তিনি আরও বলেন, "দ্বিতীয়ত, নির্বাচনের আগে কিছু দৃশ্যমান সংস্কার ও বিচার প্রক্রিয়া জনগণের সামনে আসা প্রয়োজন। আমরা মনে করি, সংস্কার প্রক্রিয়া সম্পন্ন না করে নির্বাচন হলে জনগণের প্রত্যাশা পূরণ হবে না। অবশ্য এখনই সব সংস্কার সম্ভব নয়, কিন্তু পাঁচটি সুনির্দিষ্ট বিষয়ের বিষয়ে উদ্যোগ নেওয়া হয়েছে—সেগুলোর নিষ্পত্তি সন্তোষজনকভাবে হওয়া দরকার।"
উপদেষ্টাদের পদত্যাগ প্রসঙ্গে ডা. শফিকুর রহমান স্পষ্ট করে বলেন, "আমরা কারও পদত্যাগ চাইনি।"
চেয়ারম্যানঃ এম এস চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালকঃ মোঃ এম রহমান, ঠিকানাঃ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত