1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
শনিবার, ২৪ মে ২০২৫, ০৯:২৫ অপরাহ্ন

যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে ধারাবাহিক বৈঠকে জামায়াত ও এনসিপি

প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ২৪ মে, ২০২৫

শনিবার (২৪ মে) রাতে রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন ‘যমুনা’য় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ধারাবাহিকভাবে বৈঠক করেছে দেশের প্রধান রাজনৈতিক দলগুলো।

রাত সাড়ে ৮টায় জামায়াতে ইসলামীর প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শুরু হয়। প্রতিনিধি দলে ছিলেন দলটির আমীর ডা. শফিকুর রহমান ও নায়েবে আমীর আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। বৈঠক শুরুর কিছু আগে তারা যমুনায় প্রবেশ করেন।

এর আগে সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ যমুনায় প্রবেশ করেন। বিএনপির প্রতিনিধি দলের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক শুরু হয় ৭টা ৩৫ মিনিটে। বিএনপি দলটির তিনটি মূল ইস্যু—সংস্কার, বিচার ও নির্বাচন—নিয়ে আলোচনা করে।

জামায়াতের পর রাতে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব এবং সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা।

উল্লেখ্য, রাজনৈতিক অস্থিরতা ও প্রধান উপদেষ্টার ‘পদত্যাগ ভাবনা’ ঘিরে দেশের বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার অংশ হিসেবে এসব বৈঠক অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট