আবারও বিয়ের পিঁড়িতে বসলেন নগর বাউল জেমস। কনে আমেরিকা প্রবাসী নামিয়া আমিন। এটি ব্যান্ড তারকা জেমসের তৃতীয় বিয়ে।
জেমসের বিয়ের খবরটি গণমাধ্যমে নিশ্চিত করেছেন তার ম্যানেজার রুবাইয়াৎ ঠাকুর রবিন।
রবিন জানান, জেমস ও নামিয়ার পরিচয় হয় ২০২৩ সালে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে, যখন জেমস আমেরিকা ট্যুরে ছিলেন। লস অ্যাঞ্জেলেসের এক কনসার্টে তাদের প্রথম দেখা এবং পরিচয় থেকে ঘনিষ্ঠতা গড়ে ওঠে। ট্যুর শেষে জেমস বাংলাদেশে ফিরে আসেন, কিছুদিন পর নামিয়াও ভালোবাসার টানে ঢাকায় চলে আসেন। অবশেষে ২০২৪ সালের ১২ জুন তারা বিয়ের বন্ধনে আবদ্ধ হন।
বর্তমানে জেমস ও নামিয়া একসঙ্গে বসবাস করছেন ঢাকার বনানীর বাসায়। তাদের দাম্পত্য জীবনে আসে নতুন আনন্দের বার্তা—২০২৫ সালের ৮ জুন নিউইয়র্কের হান্টিংটন হাসপাতালে স্থানীয় সময় রাত ৩টা ৩৫ মিনিটে জন্ম নেয় তাদের পুত্র সন্তান জিবরান আনাম।
নতুন জীবন নিয়ে জেমস বলেন, “আল্লাহর অশেষ কৃপায় ভালো আছি। যতদিন বাঁচি, যেন গান গেয়ে যেতে পারি। সবাই আমার জন্য দোয়া করবেন।”
এর আগে জেমস বিয়ে করেছিলেন চিত্রনায়িকা রথি এবং পরে আমেরিকা প্রবাসী বেনজীর সাজ্জাদকে। ২০১৪ সালে দ্বিতীয় স্ত্রী বেনজীরের সঙ্গে পেশাগত কারণে জেমসের বিচ্ছেদ ঘটে। বেনজীর তাদের একমাত্র কন্যা জাহানকে নিয়ে যুক্তরাষ্ট্রের ডালাসে স্থায়ীভাবে বসবাসের সিদ্ধান্ত নেন, তবে জেমস নিজের দেশ ও সংগীত ছাড়তে রাজি হননি।
প্রথম স্ত্রী রথির ঘরে জেমসের এক পুত্র দানিশ এবং কন্যা জান্নাত রয়েছে। দুজনেই বিশ্ববিদ্যালয় শিক্ষা সম্পন্ন করে নিজেদের জীবনে ব্যস্ত সময় কাটাচ্ছেন।